সংশোধিত নতুন ভোটার কার্ডে মানুষের বদলে কুকুরের ছবি, চাঞ্চল্য ফরাক্কায়

0
269

রিচা দত্ত, মুর্শিদাবাদঃ

একেই তো এনআরসি সিএএ আতঙ্ক। তার উপরে আবার ভুলে ভরা নতুন ভোটার কার্ডের ছবি। মঙ্গলবার মুর্শিদাবাদের ফরাক্কা ব্লকের বিভিন্ন বুথে নতুন ভোটারদের ভোটার কার্ড বিলির কাজ শুরু হয়।

Sunil Karmakar | newsfront.co
কার্ড হাতে সুনীল কর্মকার। নিজস্ব চিত্র

একই সাথে সংশোধিত নতুন ভোটার কার্ডও দেওয়া হয়। সেই মতো এদিন সংশোধিত নতুন ভোটার কার্ড হাতে পান বেওয়া ২ নম্বর গ্রামপঞ্চায়েতের ৪০ নম্বর বুথের রামনগরের বাসিন্দা সুনীল কর্মকার(৬০)। ভোটার কার্ড হাতে পেয়ে কার্যত হতভম্ব হয়ে পড়েন তিনি। ভোটার কার্ডে তাঁর ছবির জায়গায় কুকুরের ছবি।

Voter card | newsfront.co
পরিবর্তিত ভোটার কার্ড। নিজস্ব চিত্র

এদিকে নিজের ছবির জায়গায় কুকুরের ছবি বসায় রীতিমতো ক্ষোভ উগরে দিয়েছে সুনীল কর্মকার। তিনি জানান, মানুষ হিসেবে আমাকে অপমান করা হয়েছে। আমাকে পশু হিসাবে নির্বাচন কমিশন স্বীকৃতি দিয়েছে। ৮ জানুয়ারি সেই ফর্ম আমি জমা দিই ।

Rajarshi Chakraborty | newsfront.co
রাজর্ষী চক্রবর্তী, বিডিও ফরাক্কা। নিজস্ব চিত্র

আরও পড়ুনঃ বসন্ত উৎসব মিটলেই পুরভোটের বিজ্ঞপ্তি জারি করবে নির্বাচন কমিশন

বিষয়টির সত্যতা কার্যত স্বীকার করে নিয়ে ফরাক্কার বিডিও রাজর্ষি চক্রবর্তী জানান, বিষয়টি জানার পর খোঁজ নিয়ে দেখেছি। গত জানুয়ারি মাসের সংশোধনের জন্য যে আবেদন পত্র জমা পড়েছে তাঁর নতুন ভোটার কার্ড এপ্রিল মাসে দেওয়া হবে। তাতে এই ত্রুটি থাকবে না। এটি ডিসেম্বর মাসের আবেদন করা ভোটার কার্ড। ফলে এই ত্রুটি দেখা দিয়েছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here