স্বচক্ষে দেখেননি তাই ছেলের খুনে ধৃতদের বিরুদ্ধে সাক্ষীই দিলেন না দাঙ্গায় পুত্রহারা ইমাম রশিদি

0
136

নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্টঃ

ঠিক চার বছর আগে ২০১৮ সালে রামনবমীর মিছিল ঘিরে আসানসোলে ঘটে যাওয়া দাঙ্গায় খুন হয় ইমাম ইমদাদউল্লাহ রশিদির ১৬ বছরের ছেলে সিবগতউল্লাহ। কিন্তু সেদিন সামান্যতম প্রতিহিংসার আগুন দেখা যায়নি তাঁর মধ্যে। হাতজোড় করে সন্তানহারা পিতা, সেদিন দাঙ্গার আগুনে জ্বলতে থাকা আসানসোলের মানুষের কাছে আর্জি জানিয়েছিলেন শান্ত থাকার। বলেছিলেন, আর কোন বাবাকে যেন সন্তান হারানোর বেদনা না পেতে হয়। হ্যাঁ, সেদিন পুত্রহারা ইমামের আবেদনে সাড়া দিয়েছিলেন মানুষ, নিভেছিল দাঙ্গার আগুন।

Imam Rashidi
ইমাম ইমদাদউল্লাহ রশিদি ও তাঁর মৃত পুত্র সিবগতউল্লাহ, ছবিঃ সিয়াসত ডেইলি

আবার একবার এমনই মানবতার অনন্য নজির গড়লেন সেদিনের সন্তানহারা ইমাম। তাঁর ১৬ বছর বয়সী ছেলে সিবগতউল্লাহ-র অপহরণ ও খুনের মামলায় অভিযুক্ত পিন্টু যাদব ও বিনয় তিওয়ারি-র বিরুদ্ধে আদালতে সাক্ষীই দিলেন না ইমাম। আদালতকে তিনি জানান, দোষীদের তিনি নিজের চোখে দেখেননি। তাই তাদের বিরুদ্ধে সাক্ষী দেবেন কিভাবে! ইমামের এই সাক্ষ্যের পর আসানসোল আদালতে বেকসুর খালাস পায় দুই অভিযুক্ত পিন্টু যাদব ও বিনয় তিওয়ারি।

আরও পড়ুনঃ ডিআইজি অখিলেশ সিং-এর নেতৃত্বে তদন্ত শুরু সিবিআই-এর, দায়ের হয়েছে এফআইআর

নিজের ছেলের খুনে অভিযুক্তরা ছাড়া পেয়ে যাবে জেনেও সন্তানহারা বাবার এমন সাক্ষ্যে বিস্মিত আইনজীবীও। তবে এই সিদ্ধান্তকে ব্যতিক্রমী কিছু মনে করছেন না ইমাম। তিনি বলেন, ‘‘সে দিন বলেছিলাম, আজও বলছি। যা নিজের চোখে দেখিনি, তার সাক্ষী কিভাবে দেব!’’ মামলার সহকারী প্রধান আইনজীবী স্বরাজ চট্টোপাধ্যায় বলেন, ‘‘আমার ৭১ বছর বয়স হল, ৪৮ বছর ধরে এই পেশায় রয়েছি। একজন খুন হওয়া পুত্রের পিতা সাক্ষী দিলেন না, কারণ তিনি নিজের চোখে কিছু দেখেননি। এটা আমার কাছে নজিরবিহীন ঘটনা।“

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here