নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ
বিভিন্ন ধরনের সাংস্কৃতিক কর্মসূচির মধ্য দিয়ে পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর সদর ব্লকের চুয়াডাঙ্গা হাইস্কুলে শ্রদ্ধার সঙ্গে পালিত হলো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।বৃহস্পতিবার সকালে বিদ্যালয়ের প্রার্থনা সভায় শহীদ বেদীতে মাল্যদান ও আলোচনার মাধ্যমে স্মরণ করা হলো ভাষা শহীদদের।মাল্যদান করেন প্রধান শিক্ষক শুভেন্দু সিনহা, সহকারী প্রধান শিক্ষক মাতুয়ার মল্লিকসহ অন্যান্য শিক্ষক-শিক্ষিকা-শিক্ষাকর্মী ও ছাত্র-ছাত্রীবৃন্দ।প্রার্থনাসভায় দিনটির গুরুত্ব সংক্ষেপে আলোচনা করেন বিদ্যালয়ের শিক্ষক সুদীপ কুমার খাঁড়া।
বিকেলে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান।বিকেলের অনুষ্ঠানে প্রারম্ভিক বক্তব্য রাখেন শিক্ষক সুশান্ত কুমার ঘোষ।এই অনুষ্ঠানে সভাপতিত্ব করার পাশাপাশি স্বাগত ভাষণ ও সঙ্গীত পরিবেশন করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক শুভেন্দু সিনহা।সঙ্গীত পরিবেশন করেন সহকারী প্রধান শিক্ষক মাতুয়ার মল্লিক।ছাত্র-ছাত্রীদের পাশাপাশি কবিতা আবৃত্তিতে অংশ নেন শিক্ষক সঞ্জয় সখা চাবরি।
আরও পড়ুনঃ উত্তর দিনাজপুরে অমর একুশে পালন
ভাষা দিবসের তাৎপর্য আলোচনা করেন শিক্ষক গৌরহরি সাউ।ভাষা দিবস উপলক্ষ্যে বিশেষ দেওয়াল পত্রিকা “একুশের ভাষা” প্রকাশিত হয় প্রকাশ করেন প্রধান শিক্ষক শুভেন্দু সিনহা ও পত্রিকা উপসমিতির আহ্বায়ক গৌরহরি সাউ। বিদ্যালয়ের শিক্ষক সরোজ মান্না ও প্রাক্তন দুই ছাত্র সেলিম মল্লিক এবং আনোয়ার জমাদারের কারিগরি সহযোগিতায় প্রদর্শিত হয় ভাষা আন্দোলনের উপর নির্মিত বিশেষ তথ্যচিত্র। ভাষা আন্দোলন বিষয়ক অডিও ভিসুয়াল কুইজ উপস্থাপন করেন শিক্ষক সুদীপ কুমার খাঁড়া। শেষ লগ্নে ছাত্র-ছাত্রীরা ভাষা আন্দোলনের উপর একটি গীতিনাট্য পরিবেশন করে।সঙ্গীতে কন্ঠ মেলান মাতুয়ার মল্লিক,সুশান্ত কুমার ঘোষ, সুদীপ সাহা,রূপা বেরা,স্বরূপা দাস,মৌসুমী চক্রবর্তী প্রমুখ শিক্ষক-শিক্ষিকাগণ।গোটা অনুষ্ঠানটি সুচারুভাবে সঞ্চালনা করেন শিক্ষক জগন্নাথ মন্ডল ও শিক্ষিকা মৌমিতা সিংহ। উপস্থিত ছিলেন বর্ষীয়ান শিক্ষক স্বপন কুমার সাহা,স্টাফ কাউন্সিলের সম্পাদক তাপস কুমার বর্মনসহ অন্যান্য শিক্ষক ও শিক্ষিকা-শিক্ষাকর্মী ও ছাত্র-ছাত্রীবৃন্দ।অনুষ্ঠানটিকে সর্বাঙ্গ সুন্দর করে তুলতে চেষ্টার ত্রুটি রাখেননি তপন কুমার মাইতি,জয়শ্রী মাইতি,জগদীশ সিং,মুস্তাক আলি, সুস্মিতা দাসসহ অন্যান্য শিক্ষক-শিক্ষিকারা। সবাইকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন প্রধান শিক্ষক শুভেন্দু সিনহা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584