নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ
স্থায়ী নয়, অস্থায়ী কর্মসংস্থানে জোর দিয়েই আজ রাজ্য বাজেট পেশ করলেন অর্থমন্ত্রী অমিত মিত্র।
মুখ্যমন্ত্রীর অনুপস্থিতিতে বাজেট পেশের শুরুতেই রাজ্যের ধান দিন চেক নিন,খাদ্যসাথী,ফসল বিমা সহ একাধিক চলমান প্রকল্পের সুফল বর্ণনার পর তিনি দাবি করেন যে রাজ্যের রাজস্ব এখন যথেষ্ট বৃদ্ধি পেয়েছে, কৃষকদের আয়ও বেড়েছে তিন গুন,জিডিপিও বেড়েছে, বেড়েছে শিল্প।তিনি বলেন যে কৃষকদের ১০০০টাকা করে মাসিক ভাতা দেওয়া হচ্ছে।
আজকের বাজেটে প্রায় ৫০ হাজার আশাকর্মীর ৫০০টাকা করে ভাতা বৃদ্ধির কথাও ঘোষণা করা হয় আজকের বাজেটে। তারসঙ্গে ২ লক্ষ ১০ হাজার অঙ্গনওয়াড়ি কর্মীদেরও ৫০০ টাকা করে ভাতা বৃদ্ধির কথা ঘোষণা হয়। বাড়়ানো হয় চুক্তি ভিত্তিক গ্রুপ ডি এবং গ্রুপ সি কর্মীদের মাসিক ভাতা।তাদের ২০০০ টাকা করে ভাতা বৃদ্ধির ঘোষণা করা হয়। চুক্তি ভিত্তিক তথ্য প্রযুক্তি কর্মীদেরও মাসিক ভাতা ২০০০ টাকা করে বাড়ানো হয়। চুক্তিভিত্তিক কর্মীদের অবসর গ্রহণের অনুদানের অর্থও ২ লক্ষ টাকা থেকে ৩ লক্ষ করা হয়েছে।
তবে স্থায়ী নিয়োগের পথে না হেটে আজকের বাজেটে অর্থমন্ত্রী ঘোষণা করেন যে প্রতি বছর ৫০ হাজার বেকার যুবক যুবতীদের ১ লক্ষ টাকা করে সাহায্য করা হবে নিজ রোজগার ব্যবস্থার সুযোগ করে দেওয়ার জন্য। ভোটের আগে এই বিশাল অঙ্কের ‘অনুদানের’ ঘোষণায় উঠছে প্রশ্ন। ওয়াকিবহাল মহলের দাবি এই বিশাল অঙ্কের টাকায় স্থায়ী কর্মী নিয়োগ করা যেত।
(ছবি সৌজন্যে-Rojdin.in)
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584