দারিভিট কাণ্ড নিয়ে রাজ্য পুলিশের ডিজির গুরুত্বপূর্ন বৈঠক

0
87

তপন চক্রবর্তী,উত্তর দিনাজপুরঃ

দাড়িভিট কান্ডের দু-সপ্তাহ কেটে যাবার পর ইসলামপুরে রাজ্য পুলিশের ডিজি পুলিশ প্রশাসনের আধিকারিকদের নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক করলেন বৃহস্পতিবার। ইসলামপুরের এই বৈঠকে রাজ্য পুলিশের ডিজি বীরেন্দ্র ছাড়াও উত্তরবঙ্গের আই জি, ডি আই জি, উত্তর দিনাজপুর জেলাশাসক, জেলা পুলিশ সুপারসহ জেলার সবকটি থানার আইসি ওসিরা উপস্থিত ছিলেন। বৈঠক শেষে রাজ্য পুলিশের ডিজি জানিয়েছেন, দাড়িভিট কান্ড নিয়ে সি আই ডি তদন্ত চলছে।

ডিজি বীরেন্দ্র।নিজস্ব চিত্র

জানা যায় গত ২০ সেপ্টেম্বর ইসলামপুরের দাড়িভিট উচ্চ বিদ্যালয়ে পুলিশ ছাত্র সংঘর্ষে দুই ছাত্রের মৃত্যুর ঘটনার পর থেকে অশান্ত হয়ে ওঠে ইসলামপুর সহ সমগ্র উত্তর দিনাজপুর জেলা। গত ২০ শে সেপ্টেম্বরের পর আজও খোলেনি দাড়িভিট উচ্চ বিদ্যালয়। সিবিআই তদন্তের দাবিতে আন্দোলনে নেমেছে মৃত ছাত্রদের পরিবার ও গ্রামের বাসিন্দারা। বিঘ্নিত হয়েছে ইসলামপুরের শান্তি শৃঙ্খলা । পরিস্থিতির উপর নজর রেখে আজ ইসলামপুরে বিবেকানন্দ হলে এক গুরুত্বপূর্ন বৈঠক করলেন রাজ্য পুলিশের ডিজি বীরেন্দ্র। বৈঠকে ইসলামপুর ও দাড়ভিটের সার্বিক আইন শৃঙ্খলা নিয়ে আলোচনা হয়। তবে ডিজি বীরেন্দ্রকে দাড়িভিট কান্ড নিয়ে প্রশ্ন করা হলে তিনি সাংবাদিকদের জানান দাড়িভিট কান্ড নিয়ে রাজ্য সরকারের সিআইডি তদন্ত চলছে।

আরও পড়ুনঃ হোস্টেল সুপারের বিরুদ্ধে বিক্ষোভ প্রকাশ কলেজ ছাত্রীদের

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here