বিদেশি পণ্য এখন নিষিদ্ধ আধা সেনার ক্যান্টিনে

0
61

শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ

কিছুদিন আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে গিয়ে বিদেশি পণ্য বাদ দেওয়ার কথা ঘোষণা করেছিলেন। সেই মতো সোমবার ১ জুন থেকেই আধা সেনার ক্যান্টিনে বিক্রি হওয়া দ্রব্যের তালিকা থেকে বাদ দেওয়া হল এক হাজার বিদেশি পণ্য। জানিয়ে দেওয়া হয়েছে, ভারতে তৈরি না হলে সেই দ্রব্য মিলবে না আধা সেনার ক্যান্টিনে।

Army | newsfront.co
নিজস্ব চিত্র

তাই সিআরপিএফ, বিএসএফ, সিআইএসএফ, ইন্দো-টিবেটান বর্ডার পুলিশ, এসএসবি, এনএসজি এবং অসম রাইফেলসের কর্মীরা এই ক্যান্টিনগুলি থেকে আর বিদেশি জিনিস কিনতে পারবেন না। যে ধরনের পণ্য স্বদেশী নয় বলে বাতিল করা হয়েছে, তার জায়গায় দেশে উৎপাদিত পণ্য রাখতে বলা হয়েছে।

আরও পড়ুনঃ ঘূর্ণিঝড়ে বিপর্যস্ত সুন্দরবনে ত্রাণ পৌঁছে দিল এক প্রবাসী বাঙালি সংস্থা

নিউট্রেলা, টিক ট্যাক, কিন্ডার জয়, হরলিকস ওটস, ইউরেকা ফোবস, টমি হিলফিগারের শার্ট, অ্যাডিডাসের বডি স্প্রে-র মতো পণ্য এতদিন পাওয়া যেত আধা সেনার ক্যান্টিনে। এগুলি সমস্ত বাতিলের তালিকায় ফেলা হয়েছে। একই সঙ্গে শেকার্স, ফেরেরো, রেড বুল, ভিক্টোরিনক্স, সাফিলোর মতো সাতটি সংস্থার আমদানি করা পণ্যকেও বাতিল করা হয়েছে।

কেন্দ্রীয় পুলিশ ভান্ডারের তরফে বলা হয়েছিল, জুন মাসের প্রথম দিন থেকেই স্বদেশী পণ্য বিক্রির বিষয়টি কার্যকর করা হবে। মূলত, অত্যাবশ্যকীয় পণ্য ও মুদিখানার জিনিসপত্রই বেশি বিক্রি হয় আধা সেনা ক্যান্টিনে। সেনাবাহিনীর প্রায় ৭০ শতাংশ জওয়ান, কর্মী ক্যান্টিন থেকে জিনিস কেনেন। বছরে প্রায় ২৮০০ কোটি টাকার পণ্য বিক্রি হয়। তবে পরিবর্তে স্বদেশী জাতীয় পণ্য দ্রুত জোগাড় করে রাখতে বলা হয়েছে। তার ফলে এই নিয়ে খুব একটা সমস্যা হবে না বলে মনে করছেন সেনাবাহিনীর আধিকারিকরা।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here