শনিবার মধ্যরাতের অনাস্থা ভোটে পতন ইমরান সরকারের, সোমবার শপথ নয়া প্রধানমন্ত্রীর

0
119

নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্টঃ

শনিবার মধ্যরাতে ভোটাভুটির মাধ্যমে পতন ইমরান খানের সরকারের। ১৭৪ জন পাক সাংসদ অনাস্থা প্রকাশ করলেন ইমরান সরকারে। অনাস্থা ভোট এড়াতে ইমরানের সব চেষ্টা ব্যর্থ হল। পাকিস্তান সুপ্রিম কোর্ট আগেই জানিয়ে দিয়েছিল যে শনিবার রাত ১২ টার মধ্যেই সংসদে অনাস্থা ভোট করাতে হবে।

imran khan govt falls
প্রাক্তন পাক প্রধানমন্ত্রী ইমরান খান 

আদালত, সেনাবাহিনী সব ধরণের চাপ আর এড়ানো গেল না। রাতের অন্ধকারে রাজধানী ও প্রধানমন্ত্রীর বাসভবন সব ছাড়লেন প্রাক্তন পাক ক্রিকেট অধিনায়ক তথা প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান। ইমরানকে অনাস্থা ভোটে বাধ্য করতে মাঝরাতেই আসনে বসেন পাক প্রধানবিচারপতি, নির্বাচন কমিশনের অফিসও খোলা হয়। সুপ্রিম কোর্ট ইঙ্গিত দেয় রাত ১২টার মধ্যে ভোট না হলে গ্রেপ্তার করা হতে পারে ইমরানকে।

আরও পড়ুনঃ আঁধারে অন্ধ্র! রাজ্য জুড়ে ব্যাপক বিদ্যুৎসঙ্কট , দিনে অন্তত ৬ ঘন্টা করে বন্ধ রাখা হচ্ছে বিদ্যুৎ পরিষেবা

পরিস্থিতি একেবারেই নাগালের বাইরে চলে যাচ্ছে বুঝতে পেরে সংসদের স্পিকার ও ডেপুটি স্পিকারকে পদত‌্যাগের নির্দেশ দেন ইমরান। রাত ১২টার আগেই বসে সংসদ। স্পিকার ও ডেপুটি স্পিকার পদত‌্যাগ করেন। নতুন স্পিকার পদে বসেন পাকিস্তান মুসলিম লিগের সাংসদ সর্দার আয়াজ সাদিক। অনাস্থা ভোটের আগেই সংসদ ভবন ছেড়ে বেরিয়ে যান ‘তেহরিক-এ-ইনসাফ’-এর সাংসদরা।  রাত ১২টার কিছু পরে শুরু হয় ভোটাভুটি। তবে ফল কি হবে তা জানাই ছিল, কাজেই ফল ঘোষণার জন্য আর অপেক্ষা না করে প্রধানমন্ত্রীর বাসভবন ছেড়ে বেরিয়ে যান ইমরান। কিছুক্ষণের মধ্যে তাঁকে হেলিকপ্টারে ইসলামাবাদ ছাড়েন তিনি। সোমবার শপথ নেবেন নয়া পাক প্রধানমন্ত্রী। প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের ভাই ও বর্তমানে পাকিস্তানের বিরোধী দলনেতা শাহবাজ শরিফই সম্ভবত হতে চলেছেন নতুন পাক প্রধানমন্ত্রী।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here