নোবেল প্রসঙ্গে মুখ খুললেন ইমরান খান

0
84

ওয়েবডেস্কঃ

ভারতীয় বায়ু সেনার পাইলট উইংস কমান্ডার অভিনন্দন বর্তমানকে মুক্তি দেবার পর থেকে বিভিন্ন মহল থেকে প্রশংসিত হয়েছেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান । পাকিস্তানের মন্ত্রী মহলের একাংশ দাবি তোলেন শান্তির বার্তা দিতে পাক প্রধানমন্ত্রীর এই সিদ্ধান্তের কারণে তাঁকে নোবেল দেওয়া উচিত । খুব কম সংখ্যক ভারতীয় নেটিজেন এই প্রস্তাবে সায় দিলেও অধিকাংশ নেটিজেন অবশ্য এ নিয়ে ব্যঙ্গ বিদ্রুপ করতে থাকেন ।

তাঁকে নোবেল দেওয়া নিয়ে চলতে থাকা বিতর্কে এতোদিন কিছু না বললেও আজ তিনি টুইটারে জানান ” আমি এই শান্তি পুরস্কারের যোগ্য নই এই শান্তি পুরস্কারের যোগ্য তিনিই যিনি কাশ্মিরিদের ইচ্ছা অনুযায়ী কাশ্মীর সমস্যার সমাধান করবেন এবং শান্তির ও মানবিকতার পথ দেখিয়ে উপমহাদেশকে সমৃদ্ধশালী করবেন।”

ইমরান খানের এই টুইট ঘিরে ইতিমধ্যেই জল্পনা তুঙ্গে । প্রশ্ন উঠেছে ইমরান খান তাঁর এই মন্তব্যের মধ্যে কি বিশেষ কাউকে কটাক্ষ করলেন ? স্বাধীনতার পর থেকেই কাশ্মীরকে নিয়ে ভারত পাকিস্তানের খণ্ডযুদ্ধ আজ অব্যহত।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here