👆 পাকিস্তান পার্লামেন্টে ইমরান খানের বক্তব্য
ওয়েবডেস্কঃ
যত সময় পেরোচ্ছে ভারত-পাক জটিলতার পারদ আরও বেড়ে চলেছে । একদিকে পুলওয়ামা হামলা ঠিক ১২ দিনের মাথায় পাক সীমান্তে ঢুকে বালাকোটায় ভারতীয় বায়ুসেনার প্রত্যাঘাত। যার জেরে পাক অভ্যন্তরে তুমুল ভারত বিরোধী বিক্ষোভ । অন্যদিকে এমনিতেই ৪০ জন জওয়ানকে হারিয়ে ক্ষোভে ফুঁসতে থাকা দেশবাসী পাইলট অভিনন্দন বর্তমানের নিখোঁজের পর থেকে পাকিস্তানের উপর আরো ক্ষিপ্ত হয়েছেন ।ভারত সরকার কর্তৃক পাকিস্তানকে কড়া ভাবে জানানো হয়েছে অভিনন্দনকে সম্পূর্ণ সুস্থ অবস্থায় ভারতের হাতে তুলে দিতে হবে । পাশাপাশি ভারত সরকার জানায় তারা পাকিস্তানের সাথে কোন রকম সমঝোতায় যেতে চায় না।
আজ পাকিস্থানের পার্লামেন্টে পাক প্রধানমন্ত্রী ইমরান খান জানান তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাথে গত সন্ধান ফোনে যোগাযোগের চেষ্টা করেছেন ।পাশাপাশি তিনি জানান “যেহেতু আমরা দায়বদ্ধতার সাথে একটা মীমাংসায় আসতে চাই, তাই আমরা ভারতের উপর কোনো আঘাত হানতে চাইনা ।” তিনি আরও জানান” পরিস্থিতি নিয়ন্ত্রনের বাইরে যাওয়া উচিৎ নয়। আর যদি তা ঘটে তাহলে পাকিস্থানকেও পাল্টা প্রতিশোধ নিতে হবে । ” পাশাপাশি তিনি জানান শান্তি প্রতিষ্ঠার জন্য আগামীকাল অভিনন্দনকে ছেড়ে দেওয়া হবে ।
গত বুধবার সকাল বেলা নিয়ন্ত্রণ রেখা অতিক্রম করে পাক যুদ্ধ জেট ভারতের সীমান্তে এলে তার মোকাবেলা করতে গিয়ে পাক জিম্মায় আটক হয়ে যান ভারতের বায়ু সেনার পাইলট অভিনব বর্তমান । এরপর পাকিস্তানের সেনাবাহিনী একটি ভিডিও প্রকাশ করে। তাতে দেখা যায় চোখ বাঁধা অবস্থায় উর্দি পরিহিত একজন ভারতীয় বায়ুসেনা যার সার্ভিস নাম্বার স্পষ্টতই চিহ্নিত করা যাচ্ছে এবং বোঝা যাচ্ছে তিনি বায়ুসেনার পদস্থ উইং কমান্ডার অফিসার ।ভারত সরকার তীব্র হুঙ্কার দিয়ে পাকিস্তানকে পাইলটের এই ধরনের ফটো ও ভিডিও প্রকাশে নিষেধাজ্ঞা জানায় ।
(ছবি সৌজন্যে-হিন্দুস্তান টাইমস)
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584