জল বইতে তার কোনো অসুবিধা নেই, বলছেন তাহির

0
67

নিজস্ব সংবাদদাতা, স্পোর্টস ডেস্কঃ

গত দুই আইপিএলে চেন্নাই সুপার কিংসের হয়ে খেলছেন পাকিস্তান বংশোদ্ভূত দক্ষিণ আফ্রিকান স্পিনার ইমরান তাহির। একবার চ্যাম্পিয়ন ও একবার রানার্স করতে বড় ভূমিকা ছিল তাহিরের। তবে সিএসকের গত ৮ ম্যাচে তাকে আর বল হাতে দেখা যায়নি। তাকে নামায় নি চেন্নাই।

csk | newsfront.co

জল বয়েই তার কেটে যাচ্ছে এবারের আইপিএল। গত আই পিএলে সর্বোচ্চ ২৬ উইকেট শিকারিকে কেন নামান হচ্ছে না! হতাশ সিএসকের সমর্থকরা। নিজের অনুরাগীদের হতাশা প্রশমনে এই আবেগী টুইট করেছেন।

আরও পড়ুনঃ বস গেইল আছেন নিজের মেজাজে

তিনি লিখেছেন, “যখন আমি খেলতাম, তখন অনেক ক্রিকেটার আমার জন্য মাঠে জল বয়ে নিয়ে যেত। এখন সেই কাজটি করে আমি ওদের কৃতজ্ঞতা জানাচ্ছি-প্রতিদান দিচ্ছি। এখন আমি বেঞ্চে, তাই মাঠে অন্যদের জন্য আমার জল বয়ে নিয়ে যেতে কোনও অসুবিধা নেই।

এটা দলের জন্যই কাজ আমি সেটাই মনে করি। আমি দলেরই অংশ। তাই এটি আমার কর্তব্যের মধ্যে পড়ে। আমি খেলছি কী খেলছি না সেটি বড় কথা নয়, দল জেতার বিষয়টিই হল আসল। আমি যদি খেলার সুযোগ পাই, দলের জন্য সেরাটা দেওয়ার চেষ্টা করব।“ তার এই বক্তব্যে খুশি আবেগি হয়ে পড়েন সিএসকের সমর্থকরাও।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here