লকডাউনে গাড়ি অমিল,হিন্দু বৃদ্ধার মৃতদেহ কাঁধে নিয়ে সৎকারে এগিয়ে এলেন মুসলিম যুবকরা

0
83

ওয়েবডেস্ক,নিউজফ্রন্ট:

লকডাউনে মৃত হিন্দু বৃদ্ধার সৎকারে সাহায্য করে সম্প্রীতির নজির গড়লেন কিছু মুসলিম যুবক। ঘটনাস্থল মধ্যপ্রদেশের ইন্দোর।

আসলে ওই বৃদ্ধার দুই ছেলেই কর্মসূত্রে বাইরে থাকেন। লকডাউনের এই দুঃসময়ে তারা আটকে পড়েছিলেন। লকডাউনের জন্য আসতে পারেননি আত্মীয়স্বজনরাও।
ফলে বৃদ্ধার সৎকার নিয়ে সংশয় তৈরি হয়েছিল।

ছবি সৌজন্যে: টুইটার

তখন এগিয়ে আসে কিছু প্রতিবেশী মুসলিম যুবক। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এক ছবিতে দেখা গেছে বৃদ্ধার শবদেহ কাঁধে নিয়ে হাঁটছে টুপি পরিহিত কিছু মুসলিম যুবক। সূত্র মারফত জানা গেছে তারা প্রায় আড়াই কিলোমিটার রাস্তা শবদেহ কাঁধে বয়ে নিয়ে যায় এবং কোনরকমে পৌঁছানো ছেলেদের পাশে দাঁড়িয়ে বৃদ্ধার সৎকারে সাহায্য করে।

ঘটনার কথা প্রকাশ পেতেই নেটিজেনরা সম্প্রীতির এই উৎকৃষ্ট উদাহরণ দেখে প্রশংসায় ভরিয়ে দেয় সোশ্যাল মিডিয়া। মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী কমল নাথও টুইট করে ঘটনার প্রশংসা করে বলেন,”ওই বৃদ্ধ মহিলার মৃতদেহ কাঁধে  নিয়ে মুসলিম যুবকরা যেভাবে গেছেন এবং সৎকারে সাহায্য করেছেন তা সত্যিই প্রশংসার যোগ্য। এটাই আমাদের ভারতের উৎকৃষ্ট সংস্কৃতি। এই পারস্পরিক ভালোবাসা ও সম্মানই আমাদের ঐতিহ্য।”

তবে, ওই মুসলিম যুবকরা সংবাদ সংস্থা পিটিআইকে জানান যে ওই বৃদ্ধার পরিবারকে তারা ছোট থেকেই চেনেন। তাই এই দুর্দিনে এটা তাদের কর্তব্যের মধ্যেই পড়ে, তারা বিশাল কিছু করেছেন মানতে চাননি।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here