ওয়েবডেস্কঃ
আসামের জোড়হাট এবং গোলাঘাট জেলায় মদ্যপানে মৃতের সংখ্যা রবিবার সকাল পর্যন্ত বেড়ে দাঁড়াল ১১৪তে । একই সঙ্গে প্রায় ৩০০ জন বিভিন্ন হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। ঘটনায় বলি বেশিরভাগই বিভিন্ন চা বাগানের শ্রমিক।
মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল জোড়হাট মেডিক্যাল কলেজ পরিদর্শন করেন। তিনি মৃতদের পরিবার পিছু দু লক্ষ এবং অসুস্থ পরিবারপিছু পঞ্চাশ হাজার টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা করেছেন।
হাসপাতাল পরিদর্শনের পর তিনি বলেন যে ঘটনায় জড়িতদের কোনোভাবেই ছাড়া হবে না। অপরপক্ষে বিরোধীরা অভিযোগ করেছে যে আসামে বিজেপি সরকার অবৈধ মদ বন্ধ করতে কোনো ব্যবস্থা নেয়নি। এমনকি তারা রাজ্য আবগারি দফতরের মন্ত্রীর পদত্যাগও দাবি করেছেন।
পুলিশ সূত্রে জানা গেছে ইতিমধ্যে গোলাঘাট থেকে ১২ জনকে গ্রেফতার করা হয়েছে, যার মধ্যে ২ জনকে গত শুক্রবারেই গ্রেফতার করা হয়েছিল।
স্বাস্থ্য মন্ত্রকের রিপোর্ট অনুযায়ী জোড়হাট মেডিক্যাল কলেজ হাসপাতালে ৪৬ এবং গোলাঘাট সিভিল হাসপাতাল ৩৫ জনের মৃত্যু হয়েছে। তারমধ্যে জোড়হাট মেডিক্যাল কলেজ হাসপাতালে দুশোর বেশি এবং গোলাঘাট হাসপাতলে একশোরও বেশি অসুস্থ অবস্থায় ভর্তি রয়েছেন।
আরও পড়ুনঃউত্তরপ্রদেশে বিস্ফোরণে মালদহের নয় জন শ্রমিকের মৃত্যু
জোড়হাট এবং গোলাঘাট জেলায় অবস্থিত দুই চা বাগানের শ্রমিকরাই মূলত এই ঘটনার বলি হয়েছেন। বৃহস্পতিবার ঘটনার দিনই মৃত্যু হয়েছিল ১২ জনের।ঘটনায় মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল এক উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করছেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584