ওয়েবডেস্কঃ
দেশের সবচেয়ে বড় তদন্ত সংস্থা সিবিআইয়ের গৃহযুদ্ধে অবশেষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সিবিআইয়ের শীর্ষ দুই কর্মকর্তা ডিরেক্টর অলোক ভর্মা ও স্পেশাল ডিরেক্টর রাকেশ আস্থানাকে ডেকে পাঠালেন।
সম্প্রতি সিবিআই নিজেদেরই দ্বিতীয় সর্বোচ্চ অফিসার স্পেশাল ডিরেক্টর রাকেশ আস্থানা’র বিরুদ্ধে ২ কোটি টাকা ঘুষ নেওয়ার অভিযোগে এফআইআর করে।
এছাড়াও র’এর দ্বিতীয় সর্বোচ্চ অফিসার সনৎ কুমার গোয়েলের নামও ছিল এই এফআইআরে।
পক্ষান্তরে রাকেশ আস্থানাও সেন্ট্রাল ভিজিলেন্স কমিশনারকে দেওয়া চিঠিতে তাঁর বস ডিরেক্টর অলোক ভর্মা ও জয়েন্ট ডিরেক্টর অরুণ কুমারের বিরুদ্ধে অভিযোগ জানিয়ে চিঠি লেখেন।
আজ রাকেশ আস্থানার ঘনিষ্ঠ বলে পরিচিত অফিসার দেবেন্দ্রর কুমারকে সিবিআই গ্রেফতার করেলে কলহ আরো তীব্রতর হয়।
শেষ পর্যন্ত, এই গৃহযুদ্ধে অবশেষে প্রধানমন্ত্রীকে হস্তক্ষেপ করতে হল।প্রধানমন্ত্রীর দফতর সূত্রে জানা গেছে, আস্থানার মতো বড় কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত শুরু করতে গেলে অনুমতি নেওয়ার প্রয়োজন হয়, এক্ষেত্রে সেটা নেওয়া হয়নি।
এই ঘটনকে কটাক্ষ করে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী বলেন যে প্রধানমন্ত্রীর নীল চোখওয়ালা ছেলে, গুজরাট ক্যাডার অফিসার(রাকেশ আস্থানা) , গোধরা কান্ডের সিট(SIT) টিমের বিখ্যাত, সিবিআইয়ের দুই নম্বর পদ দখল করেছে। তিনি আরও বলেন যে এখন সে ঘুষ কান্ডে ধরা পড়েছে, এই প্রধানমন্ত্রীর আমলে সিবিআই একটি রাজনৈতিক গৃহকলহের অস্ত্রে পরিণত হয়েছে।(ছবি -সংগৃহীত)
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584