অধিনায়কের চার ম্যাচ নির্বাসনের মাঝেই সিরিজে সমতা ফেরাল পাকিস্তান

0
114

স্পোর্টস ডেস্কঃ

ম্যাচের সংক্ষিপ্তসার

বর্ণবৈষম্য মূলক মন্তব্য করার অপরাধে পাকিস্তানের অধিনায়ক সারফরাজ আহমেদের চার ম্যাচ নির্বাসিত হওয়ার মাঝেই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে চলতি একদিনের সিরিজে চতুর্থ ম্যাচে ৮ উইকেটে জয় লাভ করে সিরিজে সমতা ফেরাল পাকিস্তান।

সরফরাজ আহমেদের নির্বাসনের পর আজ হঠাৎ দায়িত্ব পাওয়া অধিনায়ক শোয়েব মালিক টসে জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নেন। উসমান সিনওয়ারি ও শাহিন আফ্রিদির দুর্দান্ত বোলিংয়ের সামনে ৪১ ওভারে মাত্র ১৬৪ রানে গুটিয়ে যায় দক্ষিণ আফ্রিকা। দক্ষিণ আফ্রিকার হয়ে হাশিম আমলা ৫৯ ও অধিনায়ক ফাফ ডু-প্লেসিস ৫৭ রান করেন। পাকিস্তানের হয়ে ওসমান সিনওয়ারি ৪টি ও শাহিন আফ্রিদি ২টি উইকেট তুলে নেন।

১৬৫ রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে দুর্দান্ত শুরু করে পাকিস্তান। দুই ওপেনার ইমাম-উল-হক ও ফকর জামান যথাক্রমে ৭১ ও ৪৪ রান করেন।বাবর আজম করেন অপরাজিত ৪১। শেষ পর্যন্ত পাকিস্তান ৩১.৩ ওভারে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয়।

ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হন উসমান খান।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here