স্পোর্টস ডেস্কঃ
বর্ণবৈষম্য মূলক মন্তব্য করার অপরাধে পাকিস্তানের অধিনায়ক সারফরাজ আহমেদের চার ম্যাচ নির্বাসিত হওয়ার মাঝেই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে চলতি একদিনের সিরিজে চতুর্থ ম্যাচে ৮ উইকেটে জয় লাভ করে সিরিজে সমতা ফেরাল পাকিস্তান।
সরফরাজ আহমেদের নির্বাসনের পর আজ হঠাৎ দায়িত্ব পাওয়া অধিনায়ক শোয়েব মালিক টসে জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নেন। উসমান সিনওয়ারি ও শাহিন আফ্রিদির দুর্দান্ত বোলিংয়ের সামনে ৪১ ওভারে মাত্র ১৬৪ রানে গুটিয়ে যায় দক্ষিণ আফ্রিকা। দক্ষিণ আফ্রিকার হয়ে হাশিম আমলা ৫৯ ও অধিনায়ক ফাফ ডু-প্লেসিস ৫৭ রান করেন। পাকিস্তানের হয়ে ওসমান সিনওয়ারি ৪টি ও শাহিন আফ্রিদি ২টি উইকেট তুলে নেন।
১৬৫ রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে দুর্দান্ত শুরু করে পাকিস্তান। দুই ওপেনার ইমাম-উল-হক ও ফকর জামান যথাক্রমে ৭১ ও ৪৪ রান করেন।বাবর আজম করেন অপরাজিত ৪১। শেষ পর্যন্ত পাকিস্তান ৩১.৩ ওভারে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয়।
ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হন উসমান খান।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584