সুদীপ পাল,বর্ধমানঃ
দেওয়াল লিখনকে ঘিরে বিতর্ক ছড়াল আউশগ্রামে। প্রধানমন্ত্রীকে কটাক্ষ করে তৃণমূলের এই দেওয়াল লিখন মুছে দিল প্রশাসন। আউশগ্রাম-২ ব্লকের কোটা অঞ্চলের সোঁয়াই ও রঘুনাথপুর বুথের বিভিন্ন দেওয়ালের লেখা মুছে দেওয়ার জন্য বিজেপি আউশগ্রাম-২ বিডিওর কাছে অবেদন জানিয়েছিল।
বিজেপির মণ্ডল কমিটির সভাপতি স্মৃতিকান্ত মণ্ডল বলেন,আউসগ্রামের কোটা পঞ্চায়েত এলাকায় ১৪৪ এবং ১৪৯ নম্বর বুথে সোঁয়াই এবং রঘুনাথপুর গ্রামে প্রধানমন্ত্রীকে নিয়ে দেওয়ালে অশালীন কার্টুন আঁকা হয়েছে।তাঁর অভিযোগ,নির্বাচনী আচরণ বিধি না মেনে এই কুরুচিপূর্ণ কার্টুন,দেশের নাগরিকের ভাবাবেগে আঘাত করছে।
আরও পড়ুনঃ বিজেপির দেওয়াল লিখনে কাদা মাখানোর অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে
আউশগ্রাম-২ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি রামকৃষ্ণ ঘোষ বলেন,ওই দেওয়াল লিখনগুলি যদি নির্বাচনী বিধি লঙ্ঘন করে,তাহলে দেওয়ালগুলি মুছে দেওয়া হবে।আউশগ্রাম-২ বিডিও সুরজিৎ ভড় বলেন,দেওয়াল লিখন নিয়ে আমরা অভিযোগ পাওয়ার পরই,ওইসব লেখা মুছে দিয়েছি।পাশাপাশি, তৃণমূল কংগ্রেসকে এনিয়ে নোটিশও পাঠানো হয়েছে।
এ ধরনের ঘটনা যাতে আর না ঘটে সেদিকে লক্ষ্য রাখা হবে বলে জানান রামকৃষ্ণবাবু।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584