বিষ্ণুপুরের জনসভায় দিলীপকে ‘বাপ তুলে’ চ্যালেঞ্জ অভিষেকের

0
127

সিমা পুরকাইত,দক্ষিণ ২৪ পরগনাঃ

বাপের ব্যাটা হলে এবং ক্ষমতা থাকলে ডায়মন্ড হাবরার লোকসভা কেন্দ্রে দাঁড়িয়ে জিতে দেখানোর চ্যালেঞ্জ দিলীপকে অভিষেকের।

জনসভায় বক্তব্যরত অভিষেক।নিজস্ব চিত্র

বিষ্ণুপুর থানার বিদ্যানগর মাঠে ১৯শে জানুয়ারির ব্রিগেড সভার সমর্থনে বিষ্ণুপুর ২ নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেসের আহ্বানে জনসভার আয়জন করা হয়।প্রকাশ্য জনসভায় তার বক্তব্যে তিনি সর্মথকদের বলেন,আমি আমার সাংসদ কোটার কাজের তালিকা প্রকাশ করেছি নিঃশব্দ বিপ্লব নামে এক পুস্তকের মাধ্যমে তা পড়ে শেষ করতে পারবেন না,আর যদি রাজ্য সরকারের ও বিধায়ক ব্লকের পঞ্চায়েত কাজের তালিকা পুস্তকের মাধ্যমে প্রকাশ করলে সাম্প্রদায়িক অসুরদের মাথায় চুল থাকবে না।

সভামঞ্চে অভিষেক মদন।নিজস্ব চিত্র

আর দিলীপ বাবু অনেক কথাই তো বলেন,মেরে দেবো, ভেঙ্গে দেবো, গুড়িয়ে দেবো,দিলীপ বাবু মাঠে লড়াই করুন যদি বাপের ব্যাটা হন তো মাঠে লড়াই করুন।যদি ক্ষমতা থাকে ডায়মন্ড হাবরার লোকসভার কেন্দ্রে দাঁড়িয়ে দেখান। আর যদি না পারেন দিল্লির পিতামহদের পাজামা ধরে নিয়ে এসে দাঁড় করান বাপের বেটা হলে।আর রথযাত্রা নিয়ে অভিষেক বলেন যে, রথযাত্রা নিয়ে ছেলে খেলা করছে পাঁচতারা হোটেলে থাকছে ঘরের মধ্য খাওয়া দাওয়া ঘরের মধ্য রান্নাঘর শুয়ে বসে খেয়ে আনন্দ করে মানুষগুলোকে রাস্তায় হাঁটাচ্ছে,এ যেন মুরগি করা প্রকল্প।

জমায়েত।নিজস্ব চিত্র

উপস্থিত ছিলেন তৃনমূলের দক্ষিন ২৪ পরগনার জেলা সভাপতি।এলাকার বিধায়ক সহ ব্লক স্তরের নেতৃত্বরা।

আরও পড়ুনঃ রথযাত্রা কর্মসূচি বৈঠকে প্রকাশ্যে বিজেপির গোষ্ঠী কোন্দল

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here