চতুর্থ দফায় ২১০ জন প্রার্থী ফৌজদারি মামলায় অভিযুক্ত

0
69

নিউজ ডেস্কঃ

এখনও পর্যন্ত হওয়া তিন দফার নির্বাচনের মধ্যে লোকসভা নির্বাচনের চতুর্থ দফা ভোটে সর্বোচ্চ সংখ্যক প্রার্থী রয়েছে যাদের বিরুদ্ধে ফৌজদারি মামলা রয়েছে।

In the forth phase 210 candidates are accused in the criminal case
গ্রাফিক্সঃপল্লব দাস

৯২৮ জন প্রার্থীর মধ্যে বিশ্লেষণ করা হয়েছে,তাদের মধ্যে ২৩ শতাংশের বিরুদ্ধে ফৌজদারি মামলা রয়েছে বলে জানা গেছে।

নির্বাচনের তৃতীয় দফায় ২১ শতাংশ প্রার্থী,প্রথম ও দ্বিতীয় দফায় ১৭ শতাংশ এবং ১৬ শতাংশ প্রার্থী ছিলেন যাদের বিরুদ্ধে ফৌজদারি মামলা আছে।চতুর্থ দফা নির্বাচনে ২১ জন প্রার্থী রয়েছেন যাদের বিরুদ্ধে নারীর বিরুদ্ধে অপরাধের অভিযোগে মামলা রয়েছে।চতুর্থ পর্যায়ের নির্বাচনে ৯৪৩ জন প্রার্থী রয়েছে,যার ভোট হবে আগামী ২৯ এপ্রিল।

নির্বাচন কমিশনের (ইসি) কাছে মনোনয়নপত্র দাখিল করার সময় প্রার্থীদের যে হলফনামা দিতে হয় সেই বিশ্লেষণ অনুযায়ী দেখা যাচ্ছে এমন ২১০ জন প্রার্থী রয়েছেন যাদের বিরুদ্ধে ফৌজদারি মামলা আছে।বিশ্লেষণে এমন চাঞ্চল্যকর তথ্য এসেছে যে ৯২৮ জন প্রার্থীর মধ্যে ১৫৮ জন (১৭%) প্রার্থীর বিরুদ্ধে গুরুতর অপরাধের জন্য ফৌজদারি মামলা দায়ের রয়েছে।প্রায় ১২ জন প্রার্থীর বিরুদ্ধে প্রতারণার মামলা,পাঁচজন প্রার্থীর বিরুদ্ধে হত্যা মামলার(আইপিসি সেকশন ৩০২)আছে।প্রায় ২৪জন প্রার্থীর বিরুদ্ধে হত্যা করার চেষ্টা (আইপিসি সেকশন ৩০৭)মামলা রয়েছে।এ ধরনের মামলার মধ্যে চারজন প্রার্থীর অপহরণ সম্পর্কিত ও মুক্তিপণ নেওয়ার অপরাধে মামলাও নথিভুক্ত আছে।

২১ জন প্রার্থী মহিলাদের প্রতি সহিংসতার অপরাধ সম্পর্কিত মামলায় জড়িত(আইপিসি ধারা ৩৫৪)।স্বামী বা শ্বশুরবাড়ির লোকেদের অত্যাচার নিষ্ঠুরতা(আইপিসি সেকশন ৪৯৮ এ)বিরুদ্ধে এবং অপহরণের বিরুদ্ধে মামলাও রয়েছে।প্রায় ১৬ জন প্রার্থী ‘হেট স্পিচ’ সম্পর্কিত মামলায় জড়িত।

নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করা প্রধান দলগুলোর মধ্যে বিজেপির ৫৭ জন প্রার্থীর মধ্যে ২৫জন(৪৪শতাংশ), ভারতের জাতীয় কংগ্রেস থেকে ৫৭ জন প্রার্থীর মধ্যে ১৮ (৩২ শতাংশ),বিএসপির ৫৪ জনের মধ্যে ১১জন(২০ শতাংশ),এসএইচএস ২১ জন প্রার্থীর মধ্যে থেকে ১২ জন (৫৭ শতাংশ) এবং অন্যান্য দলের ৩৪৫ জন প্রার্থীর মধ্যে ৬০ জন(১৭ শতাংশ) এর বিরুদ্ধে ফৌজদারি মামলা ঘোষণা করেছে।

আরও পড়ুনঃ প্রতিদ্বন্দ্বিতায় কংগ্রেস থাকলেও ত্রিমুখী লড়াইয়ে টানটান ভোটযুদ্ধ বর্ধমান দুর্গাপুর কেন্দ্র

৭১টির মধ্যে ৩৭ টি বুথ সংবেদনশীল,যেখানে নির্বাচনী এলাকার তিন বা তার বেশি প্রার্থীর বিরুদ্ধে ফৌজদারি মামলা রয়েছে।লোকসভা নির্বাচনের চতুর্থ পর্বে যারা ৯৪৩ জন প্রার্থী নির্বাচনে অংশ নিচ্ছেন তাদের মধ্যে ৯২৮ টি আসনের হলফনামা জাতীয় নির্বাচনের পর্যবেক্ষক (এন ই ডাবলু) এবং দ্য এসোসিয়েশন ফর ডেমোক্র্যাটিক রিফর্মস (এডিআর) পর্যবেক্ষণ করেছে।প্রায় ১৫ জন প্রার্থীকে হলফনামা বিবরণের অভাবের কারণে সম্পূর্ণ বিশ্লেষণ করা যায়নি বলে জানা গেছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here