নিজস্ব সংবাদদাতা,মুর্শিদাবাদঃ
মুর্শিদাবাদ জেলার বেশ কিছু অঞ্চলের জলে আর্সেনিক পাওয়া গেছে ।যদিও সে বিষয়ে তেমন জোরালো ব্যবস্থা নেওয়া হয়নি।এলাকাবাসী থেকে স্কুলের ছাত্রছাত্রীরা এই জল পান করেছে।
এদিন ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড এর একটি দল মুর্শিদাবাদ জেলার প্রান্তিক এলাকায় প্রবেশ করে,আর্সেনিক জল দূষণ মুক্ত করার প্রচেষ্টায় তারা সহায়তার হাত বাড়িয়ে দেয়।
মুর্শিদাবাদের জলঙ্গীর সীতানগর উচ্চ বিদ্যালয় ও হুকহারা মাধ্যমিক বিদ্যালয়ে আর্সেনিক যুক্ত জল আছে এমন খবর মিললে ঐ সংস্থা সাহায্যের হাত বাড়িয়ে দেয়।আর্সেনিক মুক্ত জলের প্রযুক্তি স্থাপন করেন।বৃহস্পতিবার সকালে এই কর্মকান্ডে উপস্থিত ছিলেন স্কুলের শিক্ষক শিক্ষিকা ছাত্রছাত্রী ও স্থানীয়রা।
আরও পড়ুনঃ ফালাকাটার এস পি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিলের ডাইনিং হলের উদ্বোধন
এবার থেকে স্কুলের সমস্ত ছাত্রছাত্রী,শিক্ষক শিক্ষিকা বিশুদ্ধ পানীয় জল পাবে।সমগ্র প্রকল্পের স্থাপন করা হয় ইন্ডিয়ান অয়েল সামাজিক দায়বদ্ধতা প্রকল্পের আধারে।এই প্রকল্প সি এস আর (কর্পোরেট সোশ্যাল রেস্পন্সিবলিটি) এর আওতায় করা হয়ে থাকে, যদিও ইন্ডিয়ান অয়েল তেল এর কোম্পানি নামে পরিচিত।জানা যায় সামাজিক দায়বদ্ধতা থেকেই এইরূপ বহুবিধ কাজ করা হয়ে থাকে।
এদিন স্কুলের আর্সেনিক মুক্ত পানীয় জলের কল উদ্বোধনে উপস্থিত ছিলেন শ্রী অঞ্জন ভট্টাচার্য(এস আর .ম্যানেজার টার্মিনাল) এবং শ্রী বিশ্ব শান্তি ভট্টাচার্য (ডি.ওয়াই,জেনারেল ম্যানেজার এইচ আর -সিএসআর) ও সীতানগর বিদ্যালয় প্রধান শিক্ষক প্রমুখ।
ইন্ডিয়ান অয়েল করপোরেশন লিমিটেড এর এই কার্যে খুশি স্কুলের শিক্ষক শিক্ষিকা ছাত্র ছাত্রীরা।জল নিয়ে সচেতন করতে উদ্যোগ নেওয়ার কথা জানালেন প্রধান শিক্ষক।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584