সীমান্ত সুরক্ষা জোরদার করতে নতুন বিএসএফ ক্যাম্পের উদ্বোধন

0
84

তপন চক্রবর্তী,উত্তর দিনাজপুরঃ

Inauguration of bsf camp
নিজস্ব চিত্র

সোমবার উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ব্লকের পুরগ্রাম ও হেমতাবাদ ব্লকের বামোড়ে দুইটি বিএসএফ বিওপি ক্যাম্পের উদ্বোধন করেন উত্তরবঙ্গের বিএসএফের আই জি আজমল সিং খাতার।

Inauguration of bsf camp
নিজস্ব চিত্র

এইদিন সকাল সাড়ে দশটায় বিএসএফের উত্তরবঙ্গের আইজি আজমল সিং খাতার ফিতা কাটার পর পূজা পার্বনের মধ্য দিয়ে বা বামোরের নুতন ক্যাম্পের উদ্বোধন করেন।এক প্রশ্নের উত্তরে আইজি আজমল সিং খাতার বলেন,উত্তর দিনাজপুর জেলার সীমান্ত সুরক্ষাকে আরও বেশি করে আঁটোসাঁটো করার জন্যই এই পদক্ষেপ নেওয়া হল।

তিনি বলেন,ভারত-বাংলাদেশ সীমান্তের গ্রামবাসীদের সাথে সীমান্তরক্ষীদের মধ্যে আরও বেশি করে মেলবন্ধন ঘটে।গ্রামবাসীদের নানান ধরনের কাজে সহায়তা করা সীমান্ত রক্ষীদের দায়িত্বের মধ্যেই পরে।আইজি আজমল সিং খাতার বলেন গ্রামের বেকার যুবক যুবতীরা যাতে সয়ম্ভর হতে পারে তার জন্য নানান ধরনের প্রশিক্ষণের ব্যবস্থা তারা করবেন বলে জানান।

আরও পড়ুনঃ বিক্ষিপ্ত ঘটনা ব্যতীত নির্বিঘ্নে ভোট পরিচালনায় সফল জেলা নির্বাচন কমিশন

শুধু তাই নয় গ্রামের প্রতিভাবান খেলোয়াড়দের উৎসাহ দিতে তাদের জওয়ানরা খেলার বিভিন্ন সাজসরঞ্জাম দেবার ব্যবস্থা তারা করবেন বলে জানান।আজমল সিং খাতার বলেন এই মুহূর্তে ভারত-বাংলাদেশ সীমান্তের সর্বত্রই দুই দেশের সীমান্তে চোরা কারবার অনেকটাই কমে গেছে আমাদের জওয়ানদের নিরলস প্রচেষ্টায়।অনুষ্ঠানে বিএসএফের ডিআইজি সহ বেশ কিছু উর্ধ্বতন আধিকারিকরা উপস্থিত ছিলেন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here