মনিরুল হক, কোচবিহারঃ
স্থানীয় বাসিন্দাদের দীর্ঘ দিনের দাবী মেনে রাস্তা সারাইয়ের কাজ শুরু করার উদ্যোগ নিল কোচবিহার জেলা পরিষদ। মাথাভাঙ্গা ১ নং ব্লকের শিকারপুর গ্রাম পঞ্চায়েতের শিকারপুর বাজার থেকে উত্তর দিকে কেদারের হাট গ্রাম পঞ্চায়েতের পাকা রাস্তার কাজ আজ আনুষ্ঠানিক ভাবে শুরু হল।
এদিনের এই রাস্তার কাজের শিলান্যাস করেন পশ্চিমবঙ্গ সরকারের অনগ্রসর শ্রেণী কল্যাণ দফতরের মন্ত্রী বিনয় কৃষ্ণ বর্মন। এছাড়াও উপস্থিত ছিলেন কোচবিহার জেলা পরিষদের সভাধিপতি উমাকান্ত বর্মন, শীতলকুচি কেন্দ্রের বিধায়ক হিতেন বর্মন, কোচবিহার জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ আব্দুল জলিল আহমেদ, ওই এলাকার জেলা পরিষদ সদস্য শুক্লা রায় বিশ্বাস সহ অন্যান্যরা।
এদিন মন্ত্রী বিনয় কৃষ্ণ বর্মন বলেন, শীতলকুচি থেকে কেদারেরহাট পর্যন্ত দীর্ঘ সাড়ে ১৫ কিলোমিটার রাস্তা তৈরি হবে। এর জন্য বরাদ্দ করা হয়েছে ১৪ কোটি ৯৫ লক্ষ টাকা। এই রাস্তাটি চওড়া সাড়ে পাঁচ মিটার, যা চলাচলের জন্য রাস্তা চওড়া হবে ৯ মিটার।
আরও পড়ুনঃ মহকুমা স্তরের ক্রীড়া প্রতিযোগিতা
এবিষয়ে জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ আব্দুল জলিল আহমেদ বলেন, রাজ্য সরকারের পক্ষ থেকে রাজ্যের বিভিন্ন স্থানে বড় বড় পাকা রাস্তা তৈরি হচ্ছে। এলাকাবাসীর দাবি ছিল এই রাস্তাটি চওড়া করে পাকা রাস্তা তৈরি হোক। এই রাস্তাটি দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ চলাচল করে। রাস্তাটি তৈরি হলে মানুষসহ যানবাহন চলাচলের ক্ষেত্রে বেশ সুবিধা হবে। এই রাস্তাতে সুষ্ঠুভাবে হওয়ার জন্য এলাকাবাসীর কাছে সাহায্যের আবেদনও জানান তিনি।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584