নিজস্ব সংবাদদাতা, পূর্ব মেদিনীপুরঃ
পশ্চিমবঙ্গ সরকারের গ্রামোন্নয়ন দপ্তরের অর্থানুকুল্যে পূর্ব মেদিনীপুর জেলার রামনগর ১ নম্বর ব্লকের অন্তর্গত বালিসাই টেংরা মারি হইতে বিশ্বনাথ পুর (চাঁদপুর) পর্যন্ত পিচ রাস্তা নির্মাণের শুভ উদ্বোধন হলো। উদ্বোধন করলেন ভারতের প্রাক্তন মন্ত্রী বর্তমান কাঁথির সাংসদ শিশির অধিকারী।
আজকের সভায় সভাপতি ছিলেন রামনগর ১ পঞ্চায়েত সমিতির সভাপতি শম্পা মহাপাত্র। উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুর জেলার সভাধিপতি দেবব্রত দাস, রামনগর ১ নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি শম্পা মহাপাত্র সহ সভাপতি নিতাই চরণ সার, রামনগর ২ নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি মোনালিসা সানতরা সহ সভাপতি অরুণ দাস, জেলা পরিষদের সদস্য অশোক বিশাল, রামনগর ১ সমষ্টি উন্নয়ন আধিকারিক আশীষ কুমার রায়, রামনগর ২ সমষ্টি উন্নয়ন আধিকারিক অর্ঘ্য ঘোষ, প্রধান বিশ্বজিৎ জানা ও বিশিষ্ট অতিথি বর্গ।
শিশির অধিকারী বলেন খুব তাড়াতাড়ি পিচ রাস্তা কমপ্লিট হয়ে যাবে।আরো বলেন কোনো জায়গায় রাস্তার বিঘ্ন যদি ঘটে আমাকে বা জেলা পরিষদ বা পঞ্চায়েত সমিতিকে বলবেন সব ঠিক হয়ে যাবে। আরো বলেন রামনগরে আরো ৭৫০০ কিলোমিটার রাস্তা নির্মাণ হবে।
দেবব্রত দাস বলেন রামনগর ১ নম্বর ব্লকের রাস্তা থেকে শুরু করে ড্রেন নির্মাণের কাজ খুব তাড়াতাড়ি শুরু হবে।সভাপতি শম্পা মহাপাত্র বলেন আমরা এই ব্লকের কোনো জায়গায় বাকি থাকবে না ঢালাই ও পিচ রাস্তা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584