পূর্ব মেদিনীপুরে যাত্রা উৎসবের সূচনা

0
73

নিজস্ব সংবাদদাতা,পূর্ব মেদিনীপুরঃ

রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লোকসংস্কৃতি ও আদিবাসী সংস্কৃতি এবং যাত্রা উৎসবের প্রসারের লক্ষ্যে প্রতিবছর রাজ্যের প্রতিটি জেলায় লোকসংস্কৃতি ও আদিবাসী সংস্কৃতি এবং যাত্রা উৎসবের আয়োজন করে থাকেন।

inauguration | newsfront.co
সূচনা ৷ নিজস্ব চিত্র

তথ্য ও সংস্কৃতি বিভাগের উদ্যোগে ও পূর্ব মেদিনীপুর জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের ব্যবস্থাপনায় এবং পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসনসহ পূর্ব মেদিনীপুর জেলা পরিষদ ও নন্দকুমার পঞ্চায়েত সমিতির সহযোগিতায় আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধনে, এইদিন বর্ণাঢ্য শোভাযাত্রা নন্দকুমার বাজার পরিক্রমা করে নন্দকুমার হাইস্কুল মাঠে অনুষ্ঠানের শুভ উদ্বোধন হয়। জানা গিয়েছে অনুষ্ঠান চলবে আগামী ১৭ জানুয়ারি ২০২১ পর্যন্ত।

drama festival | newsfront.co
নিজস্ব চিত্র

বাসুদেবপুর মহারাজ নন্দকুমার হাইস্কুল ফুটবল ময়দানে প্রতিদিন বিকেল ৫ টা থেকে ৯ টা পর্যন্ত লোকসংস্কৃতি ও আদিবাসী সংস্কৃতি এবং যাত্রা উৎসবে নানা অনুষ্ঠান পরিবেশিত হবে।

আরও পড়ুনঃ পুণ্যতিথিতে অজয় নদে স্নান সেরে রাধাবিনোদ মন্দিরে পুজাে পুণ্যার্থীদের

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নন্দকুমার বিধান সভার বিধায়ক সুকুমার দে, তমলুক মহকুমাশাসক প্রণব সাহু, নন্দকুমার পঞ্চায়েত সমিতির সভাপতি দীননাথ দাস, নন্দকুমারের বিডিও সানু বক্সি সহ অন্যান্যরা।

লোকসংস্কৃতি ও আদিবাসী সংস্কৃতি এবং যাত্রা উৎসবের সাথে যুক্ত শিল্পীদের কথা ভেবে প্রতিবছর মা মাটি মানুষের সরকার এই ধরণের অনুষ্ঠানের আয়োজন করা হয় বলে জানান নন্দকুমার বিধানসভার বিধায়ক সুকুমার দে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here