প্রিয়া গুপ্তা,কালিয়াগঞ্জঃ
কালিয়াগঞ্জের বিগ বাজেটের পূজা গুলির অন্যতম পূজা হচ্ছে ইয়ং অ্যাথেলেটিক ক্লাবের দুর্গা পূজা।সোম বার সকালে অত্যন্ত উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে ক্লাব প্রাঙ্গনে খুঁটি পূজার মধ্য দিয়ে ইয়ং এথেলেটিক ক্লাবের দুর্গা পূজার কাউন্ট ডাউন শুরু হয়ে গেল।পূজা শেষে সবাইকে মিষ্টিমুখের মাধ্যমে আপ্যায়ন করা হয়।ইয়ং অ্যাথেলেটিক ক্লাবের সম্পাদক সুজিত সরকার এক প্রশ্নের উত্তরে জানান এবার তাদের পূজায় সব কিছুই নতুন আঙ্গিকে করা হবে।আলোয় যেমন পালকো ডিজিটাল দিয়ে নতুনত্ব আনা হবে,তেমনি করে মন্ডপ সজ্জা ও প্রতিমায় থাকবে নতুনত্বের ছাপ।এবারের মন্ডপ সজ্জা হবে বাহুবলি মহেশপতির মন্ডপের আদলে।সম্পাদক সুজিত সরকার বলেন উত্তর দিনাজপুর জেলার মধ্যে তাদের পূজা হবে সব দিক দিয়েই একটি আকর্ষণীয় পূজা।সম্পাদক সুজিৎবাবু বলেন বিগত কয়েকবছর ধরেই তাদের পূজা সরকারি ও বেসরকারি ভাবে পুরষ্কৃত হয়ে আসছে।এবারেও তারা সবাই আশা করছে তাদের ঝুলিতে সরকারি ও বেসরকারি পুরষ্কার আসছেই। কালিয়াগঞ্জের ইয়ং অ্যাথেলেটিক ক্লাবের পূজা এবার ২৮তম বর্ষে পদার্পন করলো বলে সুজিত বাবু জানান।
আরো পড়ুনঃ ঋণ জর্জরিত শ্বশুরের পাশে দাঁড়ালেন বৌমা
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584