ঝাড়গ্রামে ইলেকশন পার্কের উদ্বোধন

0
149

নিজস্ব সংবাদদাতা,ঝাড়গ্রামঃ

Inauguration of election park at jhargram
নিজস্ব চিত্র

জেলা নির্বাচন দপ্তরের উদ্যোগে তৈরি হওয়া ‘পার্ক’ কথাটা শুনলে অবাস্তব মনে হলেও বাস্তব রূপ পেল ঝাড়গ্রাম শহরে।জেলা নির্বাচন আধিকারিক তথা ঝাড়গ্রামের জেলাশাসক আয়েষা রানি এ পার্কটির নাম দিয়েছেন ‘ইলেকশন পার্ক’। সোমবার বিকালে পার্কটির উদ্বোধন করেন আয়েষা রানি এ। মূলত জেলায় ভোটারদের সচেতনতা বাড়াতে ও ভোটদানে উৎসাহ বাড়াতে এ ধরনের অভিনব উদ্যোগ নিয়েছে জেলা নির্বাচন দপ্তর।

Inauguration of election park at jhargram
উদ্বোধন।নিজস্ব চিত্র

জেলা নিবার্চন দপ্তর সূত্রে জানা গিয়েছে,ঝাড়গ্রাম শহরের জেলাশাসকের অফিসের উল্টোদিকে বৈকালিক পাকর্টিকে ‘ইলেকশন পার্ক’ তৈরি করা হয়েছে।মডেল বুথের চেহারা কেমন হয় তা ফুটে উঠছে এই পার্কে।ভোটকেন্দ্রে ভোটারদের লাইন।

Inauguration of election park at jhargram
নিজস্ব চিত্র

হুইল চেয়ারে বসে অপেক্ষা করছেন বিশেষ চাহিদাসম্পন্ন ভোটার।বুথের ভিতরে প্রিসাইডিং অফিসার, তিনজন পোলিং অফিসার, ভোটদান কক্ষে ইভিএম, ভিভিপ্যাট সব আছে। ভোটগ্রহণ কেন্দ্রের পাহারায় কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। এক পলকে দেখলে সত্যি মনে হলেও কাছে গেলে ভাঙবে ভুল মানুষের।প্রিসাইডিং অফিসার,পোলিং অফিসার, জওয়ান প্রত্যেকেই এক একটি কাট আউট।হুবহু যেন আসল।নতুন ভোটার এবং সাধারণ ভোটারদের ভোটদানে আগ্রহী করে তুলতে নানা ভাবে প্রচার চালাচ্ছে নির্বাচন কমিশন। তাই ইলেকশন পার্কে বিষয়গুলি তুলে ধরার জন্য ফাইবার বোর্ড কেটে তৈরি করা হয়েছে ভোটগ্রহণ কেন্দ্র, ভোটার, জওয়ান, ভোটকর্মীদের অবয়ব।

Inauguration of election park at jhargram
নিজস্ব চিত্র

এছাড়াও পার্কে ভিতরে ভোটারদের জন্য থাকছে ‘মেইজ গেম’। ওই পার্কের ভিতরে ‘ওপেন স্টেজ’ থাকছে। সেখানে প্রতিদিন বিকেলে সচেতনতা মূলক সাংস্কৃতিক অনুষ্ঠান হবে।তবে পার্কের মধ্যে আরও থাকছে ইলেকশন মিউজিয়াম। এমনকি ওয়ার্ল্ড ডেমোক্রেসিতে ভোটারদের অঙ্গীকার করারও ব্যবস্থা থাকছে।

আরও পড়ুনঃ গোপগড় ইকো ট্যুরিজম পার্কে সেল্ফি জোনের উদ্বোধন

ঝাড়গ্রামের জেলাশাসক তথা জেলা নির্বাচনী আধিকারিক আয়েষা রানি এ বলেন, ভোটারদের ভোটদানে আগ্রহী করে তুলতে এবং ভোটদান প্রক্রিয়া সম্পর্কে সচেতন করতে ইলেকশন পার্ক চালু করা প্রতিদিন সকাল থেকে এই পার্ক খোলা থাকবে। প্রতিদিন বিকালে সচেতনতা মূলক সাংস্কৃতিক অনুষ্ঠান হবে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here