কবির হোসেন, মুর্শিদাবাদঃ
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সালারের ক্যানভাস ফেসবুক গ্রুপের পক্ষ থেকে প্রকাশিত হলো “মেঠো পথ সালারের ক্যানভাস” দ্বিতীয় বর্ষের সাহিত্য পত্রিকা। সোমবার সকালে সালারের এক বেসরকারি স্কুলে পত্রিকা উন্মোচন করেন বিশিষ্ট সমাজসেবী অমর চাঁদ কুন্ডুু। সমাজের বিভিন্ন স্তরের লেখক ও কবি সাহিত্যিকদের লেখা প্রতিফলিত হয় এই পত্রিকায়।
বিশেষ করে নব্য লেখকদের প্রাধান্য দেওয়া এবং বর্তমান সমাজ ব্যবস্থায় পত্র-পত্রিকা ও সাহিত্যের প্রতি আগ্রহ তৈরি করা এই পত্রিকার প্রধান লক্ষ্য বলে জানান পত্রীকার সম্পাদক শফিউল ইসলাম। সোমবার সকালে শহীদ বেদীতে মাল্যদান ও প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের সূচনা করেন বিশিষ্ট সমাজসেবী অমর চাঁদ কুন্ডু।
ফেসবুক পেজের একটি গ্রুপের এ ধরনের সাহিত্যের প্রতি অনুরাগ ও পত্রিকা প্রকাশ সত্যিই অনবদ্য। এছাড়া একুশে ফেব্রুয়ারি মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা আন্দোলনের বিভিন্ন দিক নিয়ে উপস্থিত বিশিষ্টজনরা আলোচনা করেন।
আরও পড়ুনঃ ভাষা আন্দোলনের প্রথম শহীদ বরকতের গ্রামে উদযাপিত হলো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস
এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট কবি সাহিত্যিক ও অধ্যাপক মোহাম্মদ লতিফুল ইসলাম, সালার থানার ওসি ইন্দ্রনীল মহান্ত, কবি মোহাম্মদ রহিম সেখ, কবি মতিউল ইসলাম, দেবদাস রজক, প্রসেনজিৎ আদিত্য, মলাট পত্রিকার সম্পাদক স্বরূপ মালাকার, শিক্ষক গোলাপ সেখ, কবি নমিতা ব্যানার্জি, প্রাক্তন শিক্ষক আবু তালেব প্রমুখ সহ লেখক ও বুদ্ধিজীবীগণ। এদিনের অনুষ্ঠানের সঞ্চালনা করেন বিশিষ্ট কবি শামসুল আলী।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584