তপন চক্রবর্তী,কালিয়াগঞ্জঃ
শুক্রবার উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ স্টেডিয়াম মাঠে কালিয়াগঞ্জ পৌর সভার উদ্যোগে ও কালিয়াগঞ্জ মিউনিসিপ্যাল স্পোর্টস অ্যাসোসিয়েশনের ব্যবস্থাপনায় তিনদিনব্যাপী ১৭ দলীয় নক-আউট ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন উত্তর দিনাজপুর জেলার জেলাশাসক অরবিন্দ কুমার মিনা।জেলাশাসক বলে লাথি মেরে ও পায়রা উড়িয়ে খেলার উদ্বোধন করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কালিয়াগঞ্জ পৌর সভার চেয়ারম্যান কার্তিক চন্দ্র পাল,ভাইস-চেয়ারম্যান বসন্ত রায়,কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি দীপা সরকার,উত্তরবঙ্গ ক্রীড়া পর্ষদের অন্যতম সদস্য অসীম ঘোষ সহ শহরের বিশিষ্ট ব্যক্তিরা।উত্তর দিনাজপুর জেলার জেলা শাসক অরবিন্দ কুমার মিনা বলেন উত্তর দিনাজপুর জেলার বিভিন্ন গ্রামে গঞ্জে অনেক প্রতিভাবান খেলোয়াড় আছে।এই সমস্ত খেলার মধ্য দিয়ে তাদেরকে আমাদের খুঁজে বের করবার প্রচেষ্টা নিতে হবে।কালিয়াগঞ্জ পৌর সভার এই তিনদিনের ফুটবল খেলার উদ্যোগকে তিনি সাধুবাদ জানান।কালিয়াগঞ্জ পৌর সভার চেয়ারম্যান কার্তিক চন্দ্র পাল বলেন রাজ্যের মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় কালিয়াগঞ্জ শহরে এই তিনদিনের ফুটবল নক-আউট টুর্নামেন্টের পর তারা ভলিবল ও ব্যাডমিন্টন প্রতিযোগিতার আসর বসাতে চলেছে।খেলাধুলার উন্নয়নে কালিয়াগঞ্জ পৌরসভা সবসময় সবরকম সাহায্যের হাত বাড়িয়ে দিতে প্রস্তুত।কালিয়াগঞ্জ মিউনিসিপ্যাল স্পোর্টস এসোসিয়েশনের যুগ্ম সম্পাদক নারায়ন দাস বলেন ১৭ দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলা শুরু হয় বিগত দিনের কালিয়াগঞ্জের প্রখ্যাত বর্ষীয়ান খেলোয়াড়দের প্রদর্শনী ম্যাচের মধ্য দিয়ে।বিগত দিনের প্রত্যেকটি খেলোয়াড়দের পৌরসভার পক্ষ থেকে সম্বর্ধনা দেওয়া হয়।আগামী ১৬ সেপ্টেম্বর ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে বলে জানান।বৃহস্পতিবার রাতে প্রচন্ড বৃষ্টি হবার ফলে মাঠে জল জমে যায়।সেস পুল দিয়ে মাঠ থেকে জল বের করবার পর খেলা শুরু হয়।এই বৃষ্টিভেজা মাঠে খেলা দেখবার জন্য খেলা পাগল মানুষদের ভিড় ছিল চোখে পড়ার মতই।
আরও পড়ুনঃ পঞ্চায়েত অফিসে দুঃসাহসিক চুরি
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584