নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ
পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড় ব্লক কৃষি দফতরের সহায়তায় মাটি কৃষি উদ্যান পালন মৎস্য কৃষি বিপণন সমবায় ও প্রাণিসম্পদ মেলা ২০১৮’র আনুষ্ঠানিক উদ্বোধন হল শুক্রবার।প্রথমে বর্ণাঢ্য শোভাযাত্রা প্রদীপ প্রজ্জ্বলন ও ফিতে কেটে এই অনুষ্ঠানের আনুষ্ঠানিক সূচনা হয়।আগামী তিন দিন ধরে চলবে এই মেলা।এই মেলাতে থাকছে কৃষি এবং সংশ্লিষ্ট বিভাগগুলির প্রদর্শনী ও প্রতিযোগিতা।কৃষি ও সংশ্লিষ্ট বিষয় সংক্রান্ত আলোচনা সভা।কে সি সি ক্যাম্প।কুইজ প্রতিযোগিতা,প্রদর্শনী কক্ষে প্রদর্শিত কৃষকদের উৎপাদিত ফসলের প্রতিযোগিতায় কৃতি কৃষকদের পুরস্কার প্রদান,সেই সঙ্গে থাকছে নানা কৃষি বিষয়ক বিনোদনমূলক অনুষ্ঠান।এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদ এর কৃষি সেচ ও সমবায় স্থায়ী সমিতির কর্মাধক্ষ রমাপ্রসাদ গিরি।পঞ্চায়েত সমিতির কৃষি সেচ ও সমবায় স্থায়ী সমিতির কর্মাধক্ষ শেখ কাওসার আলী,ব্লক টেকনোলজি ম্যানেজার আতমা প্রকল্পে বকুল কুমার সাউ।ব্লক কৃষি অধিকর্তা কল্যান কুমার গাঙ্গুলী সহ অন্যান্যরা।জেলা পরিষদের সদ্য নির্বাচিত কৃষি সেচ ও সমবায় স্থায়ী সমিতির কর্মাধক্ষ রমাপ্রসাদ গিরি জানান এই কৃষি মেলা শুধু কৃষকের জন্য নয়,কৃষকদের সঙ্গে সঙ্গে সাধারণ মানুষও এই মেলাতে অংশগ্রহণ করে।মুখ্যমন্ত্রীর স্বপ্নের পরিকল্পনা যার মাধ্যমে ব্লকের প্রত্যেকটি জায়গায় কৃষি মেলা শুরু হয়েছে।এর মাধ্যমে কৃষকরা তাদের উৎপাদিত ফসল এবং তার গুনাগুন মানুষের কাছে তুলে ধরতে পারছেন।এই মেলার মাধ্যমে কিভাবে স্বল্প ব্যয়ে অনেক বেশি অর্থ উপার্জন করা যায় ও চাষাবাদকে আরো বেশি উন্নত লাভজনক করা যায় তা জানা সম্ভব হয় সহজে।ফলে কৃষি ক্ষেত্রেও একটা আমূল পরিবর্তন দেখা যাচ্ছে এখন।এই ধরনের মেলা হলে আরো বেশি করে মানুষ উপকৃত হবেন।
আরও পড়ুন: পৌরসভার দেড়শো বছর পূর্তিতে ফুটবল টুর্নামেন্ট
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584