নিজস্ব সংবাদদাতা,পূর্ব মেদিনীপুরঃ
পূর্ব মেদিনীপুর জেলার সাইবার ক্রাইম পুলিশ স্টেশনের উদ্বোধন করলেন পশ্চিমাঞ্চলের আইজি রাজীব কুমার মিশ্র,উপস্থিত ছিলেন ডিআইজি সুকেশ কুমার জৈন মেদনীপুর রেঞ্জ,পূর্ব মেদিনীপুর জেলার পুলিশ সুপার ভি সোলেমান নেশা কুমার সহ পূর্ব মেদিনীপুর জেলার সমস্ত পুলিশ আধিকারিকরা।
সময়ের পরিবর্তনের সাথে সাথে দুষ্কৃতীদের ক্রাইমের ধরন পাল্টে যাচ্ছে।যেসব ক্রাইম গুলো সাইবারের মাধ্যমে হয়।সেইসব ক্রাইম গুলোকে আরও সক্রিয় ভাবে ধরার জন্য একেবারে আলাদা ভাবে সাইবার ক্রাইম পুলিশ স্টেশনের শুভ সূচনা হল আইজি পশ্চিমাঞ্চলের হাত ধরে।
আইজি পশ্চিমাঞ্চল রাজীব কুমার মিশ্র বলেন,রাজ্যের প্রতিটি জেলায় সাইবার ক্রাইম পুলিশ স্টেশন তৈরি করছে রাজ্য সরকার এর ফলে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যেসব অপরাধমূলক কাজ গুলি চলছে তার উপর নজরদারি করা হবে।
আরও পড়ুনঃ নিজস্ব ভবনে স্থানান্তরিত শামুকতলা থানা
এই সাইবার ক্রাইম পুলিশ স্টেশন উদ্বোধন এর ফলে দুষ্কৃতীদের ধরা আরও সহজ হবে। সাধারণ মানুষকে সচেতন করা হবে।
রাজ্যে ই-অপরাধ, বন্ধ করতে সাইবার ক্রাইম থানা দ্রুত ব্যবস্থা গ্রহণে উদ্যোগী হবে এই থানার পরিচালনায়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584