পিয়া গুপ্তা,উত্তর দিনাজপুরঃ
রাজ্যের মুখ্যমন্ত্রীর অনুপ্রেরনায় রাজ্যের প্রতিটি হাসপাতালে স্বাস্থ্য ব্যবস্থা উন্নয়ন চলছে জোর কদমে। স্বাস্থ্য ব্যবস্থার মান উন্নয়নের সাথে সাথে রোগীর আত্মীয়দের সুবিধার্থে দিকেও নজর রাখা হচ্ছে। যাতে তাদের রাতে কোন প্রকার অসুবিধার মধ্যে পড়তে না হয়।সেই মতাবেক উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের কুনোর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে রোগীর আত্মীয়দের জন্য ৬ লক্ষ ২০ হাজার টাকা ব্যায়ে একটি বিশ্রামাগারের শুভ সূচনা করা হল।
এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রোগী কল্যান সমিতির চেয়ারম্যান কার্তিক চন্দ্র পাল,বিডিও প্রসূন কুমার ধারা,পঞ্চায়েত সমিতির সভাপতি দীপা সরকার, মুস্তাফা নগর গ্রাম পঞ্চায়েতের প্রধান রূমা বালা দেবসর্মা, হাসপাতালের বিএমওএইচ ডাঃ দেবাশিষ বালা সহ অন্যানরা।
এদিন দুপুরে নব নির্মিত বিশ্রামাগারের উদ্ধোধনের পর স্বাস্থ্য ব্যবস্থার মান উন্নয়নের জন্য রোগী কল্যান সমিতির বৈঠকের আয়োজন করা হয়।
আরও পড়ুনঃ জেলা হিসাবে আত্মপ্রকাশের পঞ্চমবর্ষ উদযাপন আলিপুরদুয়ারে
সেখানে স্বাস্থ্য ব্যবস্থার মান উন্নয়নের সাথে সাথে হাসপাতালের পরিকাঠামো উন্নয়নের জন্য একাধিক পদক্ষ্যেপ গ্রহন করা হয়। তার মধ্যে অন্যতম হল হাসপাতাল এলাকায় উচ্চবাতি স্তম্ভ বসানো হবে এবং হাসপাতালে চারপাশ প্রাচীর দিয়ে ঘেরা হবে বলে জানান রোগী কল্যান সমিতির চেয়ারম্যান কার্তিক চন্দ্র পাল।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584