সুদীপ পাল,বর্ধমানঃ
রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দুর্গাপুরে সভাস্থল এখনও চূড়ান্ত করতে পারেনি তৃণমূল নেতৃত্ব। হেলিকপ্টার নামার সমস্যার কারনেই সভাস্থল এখনও চূড়ান্ত হয়নি।
প্রথমে গান্ধী ময়দান পরে চতুরঙ্গ মাঠের কথা ভাবা হলেও বিভিন্ন সমস্যার কারনে তা চূড়ান্ত করা যায় নি।তবে ফার্টিলাইজারের মাঠে সভা করার প্রস্তুতি নেওয়া হচ্ছে। ২৬ এপ্রিল তৃণমূল নেত্রী আসানসোল লোকসভা কেন্দ্রে সভা করবেন।তার আগে ২৩ এপ্রিল তিনি সগরভাঙা, কাঁকসার গোপালপুর ও দুর্গাপুর পূর্ব বিধানসভা কেন্দ্রে সভা করবেন।ঘাটালের প্রার্থী তথা অভিনেতা দেব মুখ্যমন্ত্রীর সাথে দুর্গাপুর সভায় থাকবেন বলে জানা যাচ্ছে।
আরও পড়ুনঃ তৃণমূল এখন বটবৃক্ষ,কান্দীর নির্বাচনী জনসভায় মুখ্যমন্ত্রী
বিধানসভা নির্বাচনের ফলাফলের নিরিখে সিপিএম এগিয়ে থাকায় বামেরা দুর্গাপুরের দুটি লোকসভা কেন্দ্রে লিড নেওয়ার চেষ্টা করবে বলে মত রাজনৈতিক মহলের। গতবার নিজেদের অভ্যন্তরীণ গোষ্ঠীদ্বন্দ্ব ভুগিয়েছিল শাসক দলকে। এবার তাই প্রথম থেকেই সতর্ক। তৃণমূল কর্মী সমর্থকরা মনে করছেন,দুর্গাপুরের উন্নয়নের নিরিখে ভোট হলে তাঁরাই জিতবেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584