ওডিশা, তেলেঙ্গানায় ভারী বৃষ্টির পূর্বাভাস, রেড অ্যালার্ট জারি মহারাষ্ট্রের ২জেলায়

0
53

নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ

টানা বৃষ্টিতে বিপর্যস্ত ওডিশা এবং তেলেঙ্গানা। রবিবার এই দুই রাজ্যে প্রবল বর্ষণের জেরে মোট ৪ জন প্রাণ হারিয়েছেন। সোমবারও বৃষ্টিপাত জারি থাকতে পারে বলে হাওয়া অফিসের তরফে সতর্ক করে দেওয়া হয়েছে। সেক্ষেত্রে এই দুই রাজ্যে পরিস্থিতির আরও অবনতির আশঙ্কা করা হচ্ছে।

Heavy rainfall | newsfront.co
প্রতীকী চিত্র

বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপের জেরে শনিবার থেকে একনাগাড়ে বৃষ্টি হয়ে চলেছে ওডিশায়। রাজ্যের বিভিন্ন জেলায় ইতিমধ্যে বন্যা পরিস্থিতি দেখা দিয়েছে। জলের তোড়ে অসংখ্য মাটির বাড়ি ভেঙে পড়েছে। খেত জলে ডুবে যাওয়ায় নষ্ট হয়েছে ফসল। সেইসঙ্গে সড়কপথেও যোগাযোগ ব্যবস্থা স্থানে স্থানে ভেঙে পড়েছে।

শনিবার মধ্যরাতে বালাঙ্গির জেলায় প্রবল বৃষ্টিতে বাড়ির দেওয়াল ধসে একই পরিবারের ২ সদস্য প্রাণ হারান। সোমবার পর্যন্ত রাজ্যে ভারী বৃষ্টি চলবে বলে পূর্বাভাসে জানিয়েছে আবহাওয়া দফতর। ওডিশার মতোই প্রবল বৃষ্টিতে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে তেলেঙ্গানায়। রাজ্যজুড়ে সতর্কতা জারি করেছেন সে রাজ্যের মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও। আধিকারিকদেরও যাবতীয় ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন তিনি।

আরও পড়ুনঃ প্রয়াত কিংবদন্তি শাস্ত্রীয় সংগীতশিল্পী পণ্ডিত যশরাজ

তেলেঙ্গানার রাজধানী হায়দ্রাবাদের বিস্তীর্ণ এলাকায় জল জমে গিয়েছে। বেশ কয়েকটি ট্যাংক ও খাল উপচে পড়ে আশপাশের এলাকাকে জলমগ্ন করে তুলেছে। ওয়ারাঙ্গলের বিস্তীর্ণ এলাকা সম্পূর্ণ জলের তলায়। স্থানীয় প্রশাসন উদ্ধারকাজ শুরু করেছে। পাশাপাশি বিলি করা শুরু হয়েছে ত্রাণও। দুর্গত এলাকার মানুষদের নিরাপদ স্থানে সরানো হচ্ছে।

এ দিকে, মহারাষ্ট্রের পুনে এবং সাতারা জেলাতে সোমবার অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। এই দুই জেলায় রবিবার রাতেই লাল সতর্কতা জারি করা হয়েছে। পাশাপাশি মুম্বই ও পালঘরে এদিন বিক্ষিপ্তভাবে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। মঙ্গলবারের পরে ক্রমশ বৃষ্টির দাপট কমতে শুরু করবে বলে মনে করা হচ্ছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here