নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ
করোনা আবহে নিজেকে সুরক্ষিত রাখার অন্যতম অস্ত্র হল মাস্ক। যা এখন প্রায় সর্বত্র বাধ্যতামূলক। কিন্তু আদৌ কী মাস্ক এই ভাইরাসের হাত থেকে মানুষকে রক্ষা করতে পারছে? উঠছে নানান প্রশ্ন। এমন সময়ে সমীক্ষা জানাচ্ছে ‘রক্ষক’ মাস্কই হয়ে উঠছে চিন্তার কারণ।
উৎসবের মরসুমে দেখা গিয়েছে বাড়ছে অ্যালার্জির প্রকোপ। এমনকী মুখের ত্বকেরও ক্ষতি করছে। যাঁদের অ্যালার্জি রয়েছে তাঁদের ক্ষেত্রে আরও বাড়ছে রোগ। এই সত্যটিকে স্বীকার করছেন বিজ্ঞানীরাও। বেশ কিছু মাস্কে অ্যালার্জেন রয়েছে যা নতুন করে ত্বকের সমস্যা বাড়িয়ে তুলছে।
আরও পড়ুনঃ গোপীবল্লভপুরে পুলিশ কর্মীদের ভাইফোঁটা
গত সপ্তাহে আমেরিকান কলেজ অ্যালার্জি, অ্যাজমা এবং ইমিউনোলজির (এসিএএআই) বার্ষিক সায়েন্স সভায় সিনসিনাটি বিশ্ববিদ্যালয়ের ডা: যশু ধমিজা বেশ কয়েকটি ত্বকের রোগের সঙ্গে আক্রান্ত রোগীর কেস বিশ্লেষণ করেছিলেন। তিনি জানান, ২০২০ সালে আবার এই সমস্যা ফিরে আসছে। অবশ্যই তা মাস্কের কারণে। মাস্কের ইলাস্টিক ব্যান্ড কিংবা কাপড় অ্যালার্জেন ছড়াচ্ছে সেখান থেকেই। পরীক্ষায় দেখা গিয়েছে ইলাস্টিক কিংবা রাবারজাত ব্যান্ডের থেকে অ্যালার্জির প্রবণতা বাড়ছে।
৬০ বছর বয়সী কৃষাঙ্গ মানুষের উপর এই পরীক্ষাটি করা হয়েছিল। যাঁর চর্মরোগ এবং দীর্ঘদিন নাকে অ্যালার্জির সমস্যা রয়েছে। দেখা গিয়েছে ২০২০ সাল পর্যন্ত তাঁর ত্বকের অবস্থা নিয়ন্ত্রণে ছিল তবে করোনার জেরে মাস্ক পরা শুরু করতেই পরিস্থিতি ক্রমশ নিয়ন্ত্রণের বাইরে যেতে থাকে।
আরও পড়ুনঃ মাটিগাড়া থেকে ময়না পাখি উদ্ধার করল বনদফতর
ড: ধমিজা জানান, ওষুধেও কাজ দিচ্ছিল না প্রাথমিকভাবে। তবে চিকিৎসকরা যখন বুঝতে শুরু করেন যে সমস্যার সূত্রপাত মাস্ক থেকে তা ব্যবহার না করার নির্দেশ দেন কয়েকদিন। পরে জানা যায় যে মাস্ক না পরায় ধীরে ধীরে শারীরিক অবস্থার উন্নতি হয়েছে তাঁর।পরবর্তীতে বিজ্ঞানীরা জানান যে, করোনা পরিস্থিতিতে মাস্ক ব্যবহার আবশ্যক তবে তা কোন উপাদানে তৈরি তা যাচাই করে নেওয়া অত্যন্ত জরুরী।
বাজারে এখন রঙবেরঙের প্রচুর মাস্ক পাওয়া যাচ্ছে, কিন্তু সেগুলির উপাদানই ডেকে আনছে বিপদ। অজান্তেই মাস্কের কারণে অ্যালার্জিতে ভুগছেন আমজনতা। তাই এক্ষেত্রে যাঁদের অ্যালার্জির সমস্যা রয়েছে চিকিৎসকের সঙ্গে পরামর্শ করে করোনা রুখতে তাঁদের নির্দিষ্ট মাস্ক পরা উচিৎ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584