ওয়েব ডেস্ক, চেন্নাইঃ
আয়কর ফাঁকি দেওয়ার অভিযোগে প্রখ্যাত গায়ক এ আর রহমান ফাউন্ডেশনের বিরুদ্ধে। এই ফাউন্ডেশনের সাহায্যে তিনি আয়কর ফাঁকি দিয়েছেন বলে হাইকোর্টে মামলা দায়ের করেছে আয়কর দফতর।
ইউকে’র এক মোবাইল কোম্পানির রিংটোনের সুর দেন এ আর রহমান ২০১৫ সালে। তার পারিশ্রমিক বাবদ প্রায় ৩.৪৭ কোটি টাকা জমা হয় তাঁর এ আর রহমান ফাউন্ডেশনের অ্যাকাউন্টে।
এই ফাউন্ডেশনের ফরেন কন্ট্রিবিউশন রেগুলেশন অ্যাক্ট লাইসেন্স ছিল না। এই টাকা সম্পূর্ণভাবে আয়কর যোগ্য কারণ, এটি কোনো ডোনেশন নয় এবং বিদেশি অর্থ গ্রহণের লাইসেন্সও ছিল না সংস্থার।
আরও পড়ুনঃ দিল্লিতে ঝুপড়ি উচ্ছেদে ছাদ হারাবে ২.৪ লক্ষ, প্রতিবাদে মামলা সুপ্রিম কোর্টে
২০১৯ সেপ্টেম্বরে আয়কর দপ্তরের নোটিশ পাওয়ার পর রহমান চেন্নাইয়ের আয়কর এপিলেট ট্রাইব্যুনালে আপিল করেন এবং ট্রাইব্যুনাল জানায় কেন্দ্রীয় সরকার ওই টাকার ‘পোস্ট ফ্যাকটো অ্যাপ্রুভাল’ দেওয়ার ফলে এটি আর আয়কর যোগ্য থাকছে না।
আরও পড়ুনঃ কংগ্রেস ওয়ার্কিং কমিটিতে বড়সড় পরিবর্তন,পদ খোয়ালেন গুলাম নবি আজাদ
এরপর আয়কর দপ্তর চেন্নাই হাইকোর্টে অভিযোগ জানায়। চেন্নাই হাইকোর্ট এই বিষয়ে নোটিশ ও পাঠিয়েছে এ আর রহমানকে। শুধু এটিই নয়, একাডেমি পুরস্কার প্রাপ্ত সুরকার এ আর রহমান জুন ২০১৩ থেকে সেপ্টেম্বর ২০১৭ এই সময়ের মধ্যে ৬.৭০ কোটি টাকার আয়কর ফাঁকি দিয়েছেন বিভিন্ন ভাবে, অভিযোগ আয়কর দপ্তরের।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584