নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ
গান্ধী পরিবারের জামাইকে নিয়ে অস্বস্তিতে কংগ্রেস। বেনামি সম্পত্তি মামলায় কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীর জামাই রবার্ট বঢরার বয়ান রেকর্ড করতে সোমবার বঢরার বাড়িতে গেলেন আয়কর বিভাগের আধিকারিকরা।
এর আগে বঢরাকে তলব করে আয়কর বিভাগ। কিন্তু করোনা অতিমারির কারণ দেখিয়ে তা এড়িয়ে গিয়েছিলেন তিনি। সোমবার পূর্ব দিল্লিতে সুখদেব বিহারে বঢরার বাড়িতে পৌঁছে যান আয়কর বিভাগের আধিকারিকরা। প্রিয়ঙ্কার স্বামীর বিরুদ্ধে আর্থিক কেলেঙ্কারির অভিযোগ উঠেছে। আয়কর বিভাগ ছাড়াও, ওই মামলার তদন্ত করছে ইডি।
আরও পড়ুনঃ কৃষক সম্মাননিধি প্রকল্পে সম্মতি, কেন্দ্রের কাছে তথ্য চাইলেন মুখ্যমন্ত্রী
আয়কর বিভাগ সূত্রে জানা গিয়েছে, লন্ডনে বেনামে বাড়ি এবং ফ্ল্যাট কেনাবেচায় অভিযুক্ত রবার্ট বঢরা। ২০০৫ থেকে ২০১০ সাল, এই ৫ বছরের মধ্যে লন্ডনের বহু সম্পত্তির মালিকানা বদল হয়। অভিযোগ, লন্ডনের ওই সম্পত্তিগুলির বেশিরভাগই বঢরার। বেনামি সম্পত্তি মামলায় আপাতত আগাম জামিনে রয়েছেন কংগ্রেস সভানেত্রীর জামাই। যদিও সব অভিযোগ উড়িয়ে দিয়ে বঢরার দাবি, সমস্ত মামলা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584