কর ফাঁকির অভিযোগ, সংবাদমাধ্যমের অফিসে হানা আয়কর দফতরের

0
56

মোহনা বিশ্বাস, ওয়েব ডেস্কঃ

কর ফাঁকি দেওয়ার অভিযোগ এক সংবাদপত্রের বিরুদ্ধে। বৃহস্পতিবার সংবাদপত্র ‘দৈনিক ভাস্কর’-এর অফিসে হানা দেন আয়কর দফতরের আধিকারিকরা। ওই সংবাদপত্রের যে সম্পত্তি রয়েছে সেগুলিতে তল্লাশি চালাল আয়কর দফতর। জানা গেছে, ‘দৈনিক ভাস্কর’-এর মধ্য প্রদেশ, গুজরাত, দিল্লি, মহারাষ্ট্র, রাজস্থানের অফিসেও চলেছে তল্লাশি।

Dainik Bhaskar
সৌজন্যেঃ এএনআই

শুধু ‘দৈনিক ভাস্কর’-ই নয়, উত্তরপ্রদেশের ‘ভারত সমাচার’ নামক একটি টেলিভিশন চ্যানেলেও আয়কর দফতরের আধিকারিকরা হানা দেয়। সংবাদ মাধ্যমগুলি মনে করছে, করোনাকালে সরকার-বিরোধী যে খবরগুলি প্রকাশ করেছিলেন তাঁরা, এটা তারই শাস্তি। এভাবেই সংস্থার ওয়েবসাইটে সুর চড়িয়েছে ওই সংবাদ মাধ্যমগুলি। এই অভিযান নিয়ে সরকারি কোনও বিবৃতি নেই।

এই অভিযান প্রসঙ্গে সংবাদ গোষ্ঠী সূত্রে খবর, অভিযানের সময় একাধিক কর্মীর মোবাইল ফোন বাজেয়াপ্ত করেছে আয়কর দফতরের আধিকারিকরা। এমনকি, আয়কর হানার সময় প্রত্যেককেই ‘বন্দি’ করে রাখা হয়েছিল। অফিসের বাইরে কোনও কর্মচারীকে বেরতে দেওয়া হয়নি। আয়কর অভিযানের অংশ হিসেবে এই ফোন বাজেয়াপ্ত এবং কর্মীদের নজরবন্দি করে রাখা হয়েছিল। আয়কর দফতর সূত্রে এমনটাই জানা গিয়েছে।

আরও পড়ুনঃ উপনির্বাচনের ফার্স্ট লেভেল চেকিং শেষ, ভবানীপুর কেন্দ্রে খারাপ ইভিএম-ভিভিপ্যাট বাছাই শুরু

এ প্রসঙ্গে একটি টুইট করে মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন, “কেউ যদি সত্য তুলে ধরার চেষ্টা করে তাহলে মুখ বন্ধ করে দেওয়া হচ্ছে। এই বিষয়টির তীব্র নিন্দা করছি। গণমাধ্যম যেন লক্ষ্যে স্থির থাকে, এমনই অনুরোধ করব।”

আরও পড়ুনঃ ‘সিএএ-এনআরসি নিয়ে মুসলিমদের চিন্তার কোনও কারণ নেই’, অসম সফরে বললেন মোহন ভাগবত

এদিকে, এই খবর প্রকাশ্যে আসতেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং অমিত শাহকে নিশানা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে, এই খবর সামনে আসার পর রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট জানান, সংবাদপত্র ‘দৈনিক ভাস্কর’ এবং ‘ভারত সমাচার’এর অফিসে আয়কর হানা আসলে গণমাধ্যমের কণ্ঠরোধের চেষ্টা ছাড়া আর কিচ্ছু না।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here