অঞ্জন চ্যাটার্জী, স্পোর্টস ডেস্কঃ
করোনা পরবর্তী ক্রিকেটে বদল এসেছে একাধিক নিয়ম। বলে লালা লাগানো না থেকে ফাঁকা স্টেডিয়ামে ম্যাচ এগুলো যেন এখন খেলার অঙ্গ। তবে আগামী ভারত অস্ট্রেলিয়া সিরিজে মাঠে বসেই বিরাট কোহলিদের খেলা দেখার সুযোগ পাবেন দর্শকরা। দর্শকদের মাঠে ঢোকার অনুমতি দিল ক্রিকেট অস্ট্রেলিয়া।
বিশ্বের বিভিন্ন প্রান্তে যেখানে করোনার প্রভাব তুলনামূলক কম, সেখানে ইতিমধ্যেই দর্শকদের উপস্থিত থাকার অনুমতি দেওয়া হয়েছে। ফুটবল থেকে রাগবি, অনেক ম্যাচেই দর্শক ভর্তি গ্যালারিতে ম্যাচ আয়োজিত হয়েছে। কিন্তু করোনা পরবর্তী ক্রিকেটে এখনও দর্শকশূন্য মাঠেই খেলা হচ্ছে। ক্রিকেটারদের উৎসাহ দিতে ব্যবহার করা হচ্ছে কৃত্রিম শব্দব্রহ্ম।
আরও পড়ুনঃ সৌরভ কেন সব বিষয়ে কথা বলেন!ক্ষোভ বেঙ্গসরকারের
ক্রিকেট অস্ট্রেলিয়ার তরফে জানিয়ে দেওয়া হল, অ্যাডিলেড ওভালে হতে চলা ভারত-অস্ট্রেলিয়া টেস্টে দর্শকরা স্টেডিয়ামে ঢুকতে পারবেন। গ্যালারিতেই বসেই ম্যাচ দেখবেন তাঁরা। তবে সংক্রমণ ঠেকাতে আসন সংখ্যার ৫০ শতাংশই ব্যবহৃত হবে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিনটে ওয়ান-ডে তিনটে টি টোয়েন্টি ও চারটে টেস্ট খেলবে টিম ইন্ডিয়া।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584