নিজস্ব সংবাদদাতা, স্পোর্টস ডেস্কঃ
অস্ট্রেলিয়া সফরে ভারতীয় দলের টি-২০ সিরিজ অনিশ্চিত। কারণ, ১৪ দিনের কোয়ারেন্টাইন নিয়ম। বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় চাইলেও কোয়ারেন্টাইনের জন্য দু’সপ্তাহের সময়সীমা কমাতে চায় না ক্রিকেট অস্ট্রেলিয়া। কারণ, হু-র নির্দেশিকা মেনে এটা অস্ট্রেলিয়া সরকারের কোভিড সুরক্ষা বিধি। যে কারণে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য সময় বার করতে গিয়ে সমস্যা হচ্ছে।
নির্ধারিত সূচি অনুযায়ী অক্টোবরের দ্বিতীয় সপ্তাহে স্মিথ-ওয়ার্নারদের বিরুদ্ধে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলে উঠে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে নামার কথা ছিল বিরাট বাহিনীর। এখন বিশ্বকাপ পিছিয়ে যাওয়ায় সেই জায়গায় আইপিএল হবে। সূচি অনুযায়ী ২৬শে সেপ্টেম্বর থেকে নভেম্বরের ৮ তারিখ পর্যন্ত আইপিএল হবে আমিরশাহিতে।
এরপরে বিরাটরা অস্ট্রেলিয়ার বিরুদ্ধে যাবে টেস্ট সিরিজ খেলতে। ৩ ডিসেম্বর সিরিজের প্রথম টেস্ট। তার আগে অস্ট্রেলিয়ায় গিয়ে দু’সপ্তাহের কোয়ারেন্টাইনে থাকতে হবে টিম ইন্ডিয়াকে। তাই টেস্ট সিরিজের আগে টি-টোয়েন্টি সিরিজ খেলার জন্য সময় বের করতে সমস্যা হচ্ছে। বিসিসিআই ও ক্রিকেট অস্ট্রেলিয়া আলোচনা চালাচ্ছে যাতে আগামী বছর জানুয়ারির ১৭ জানুয়ারি ওয়ান-ডে সিরিজ শেষ হলে টি-টোয়েন্টি সিরিজ খেলা যায়। সেখানেও সংশয় রয়েছে।
আরও পড়ুনঃ আর্চারের সঙ্গে যেন অধিনায়ক রুট কথা বলেনঃ অ্যান্ডারসন
কারণ, জানুয়ারির শেষে ভারত সফরে আসছে ইংল্যান্ড। আগামী বছর ১৭ জানুয়ারি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ শেষের সাত দিনের মধ্যে তিন ম্যাচের টি-২০ সিরিজ খেলিয়ে দেওয়ার বিকল্প উপায়। ভারতীয় বোর্ড চাইছে, ২৪শে জানুয়ারি শেষ টি-টোয়েন্টি খেলিয়ে বিরাটদের ২৬ তারিখ দেশে ফেরাতে।
আরও পড়ুনঃ এবার আইপিএলে দেখা যেতে পারে ভার্চুয়াল ধারাভাষ্য
সেক্ষেত্রে ইংল্যান্ডের ভারত সফরে টেস্ট সিরিজ এবং তার আগে প্রস্তুতি ম্যাচ ফেব্রুয়ারির আগে শুরু করা যাবে না। কোহলি-বুমরাহদের আলাদা টাইম জোন থেকে এসে মানিয়ে নেওয়ার সুযোগ দিতে হবে।
শুধু তাই নয়, সাদা বলের ক্রিকেট থেকে লাল বলের ক্রিকেটে মানিয়ে নেওয়ারও ব্যাপার থাকে। দুটি দেশই পরের বছর নভেম্বর মাসে টি২০ বিশ্বকাপের প্রস্তুতির জন্য বেশি করে ক্রিকেটের এই ছোটো ফরম্যাট খেলতে চায়। তাই আপাতত বলা যায় ভুল ভুলিয়ার মধ্যেই ভারতীয় ক্রিকেট তথা ভারত ও অস্ট্রেলিয়া ক্রিকেট।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584