নিজস্ব সংবাদদাতা, স্পোর্টস ডেস্কঃ
এবার আইসিসি চেয়ারম্যানের পদ নিয়ে লড়াই ভারত ও পাকিস্তানের মধ্যে। তবে লড়াইটা দুই দেশের মধ্যে কে চেয়ারম্যান হবে সেটা নিয়ে না, কী পদ্ধতিতে আইসিসি চেয়ারম্যান নির্বাচন করা হবে সেটা নিয়ে। যা পরিস্থিতি তাতে ঐক্যমতের ভিত্তিতে নতুন চেয়ারম্যান বেছে নেওয়া আর সম্ভব নয়। নির্বাচন হচ্ছে। সেখানেই দ্বন্দ্ব, আর এখানে ভারত ও পাকিস্তান আলাদা মেরুতে।
আইসিসির ক্রিকেটের বিগ-থ্রি অর্থাৎ ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড চাইছে সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে নির্বাচন হোক। কিন্তু পাকিস্তানের নেতৃত্ব অন্য দেশগুলি চাইছে নির্বাচন দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে হোক নির্বাচন।
আরও পড়ুনঃ ২০২০ সালের ফিফা, এশিয়া কাপের সব ম্যাচ স্থগিত
যদিও লড়াই এখনও অনেক কঠিন মোট সতেরো দেশের ভোট দেওয়ার অধিকার রয়েছে তারা পাকিস্তানের দিকে গেলে বিপদ। তাই ভারতের নের্তৃত্বের বিগ-থ্রি চাইছে রফার দিকে এগোতে। সৌরভ গঙ্গোপাধ্যায় আইসিসি চেয়ারম্যান হতে রাজি নন যদি ভারত থেকে চেয়ারম্যান করতে হয় অনেক শর্ত দিয়েছে তাতে পাকিস্তান।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584