ওভাল টেস্টে ব্যাটিং বিপর্যয় ভারতের

0
50

কবির হোসেন, স্পোর্টস ডেস্কঃ

চতুর্থ ওভাল টেস্টে ১৯১ রানে গুটিয়ে গেল ভারতের প্রথম ইনিংস। বৃহস্পতিবার ওভালে চতুর্থ টেস্টে টসে জিতে ইংল্যান্ড ভারতকে প্রথমে ব্যাট পাঠায়। আর ইনিংসের শুরুতেই ভারত ব্যাটিং বিপর্যয়ের সম্মুখীন হয়। মাত্র ২৮ রানের মাথায় রোহিত শর্মা(১১) ও কে এল রাহুল (১৭) কে হারায় ভারত এবং কিছুক্ষনের মধ্যে চেতেশ্বর পুজারা (৪) জেমস আন্ডার্সনের বিষাক্ত আউট সুইং-এ সাজঘরে ফিরে যায়। মধ্যাহ্নভোজন আগে ভারত ৫৪/৩।

IND vs ENG
ছবি: সংগৃহীত

ওভাল টেস্টে ব্যাটিং অর্ডারে রদবদল করা হয়। আজিঙ্কা রাহানে জায়গায় রবিন্দ্র জাদেজা(১০) কে ব্যাটিং অর্ডার উপরে পাঠালেও কোন লাভ হয়নি। অধিনায়ক বিরাট কোহলি ৫০ রানের অনবদ্য ইনিংস খেলেন শেষের দিকে শার্দুল ঠাকুর (৫৭) রানের দুর্দান্ত ইনিংস খেলেন। শার্দুল ঠাকুর ভারতীয়দের মধ্যে দ্বিতীয় দ্রুততম অর্ধশত রান পূর্ণ করেন মাত্র ৩১ বলে ৫০ রান করেন।

১৯৮২ সালের করাচি টেস্টে কপিল দেব ৩০ বলে ৫০ রান করেন এটাই এখন পর্যন্ত দ্রুততম অর্ধশত রান। শার্দুল ঠাকুরের ইনিংস সাতটি চার ও তিনটি ছয় দিয়ে সাজানো। ইংল্যান্ডের হয়ে ক্রিস ওকস চারটি ও অলি রোবিনসন তিনটি উইকেট পান।

আরও পড়ুনঃ করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি সৌরভ গঙ্গোপাধ্যায়ের মা

জবাবে ইংল্যান্ডের শুরুটা খুব ভালো হয়নি। ইনিংসের চতুর্থ ওভারে দুই ইংলিশ ওপেনার ব্যাটসম্যানকে মাত্র ৬/২ রানে জস্প্রীত বুমরা সাজঘরে ফেরত পাঠান। ফর্মে থাকা অধিনায়ক জো রুট মাত্র ২১ রানে আউট হন চতুর্থ টেস্টে সুযোগ পাওয়া উমেশ যাদবের বলে। প্রথম দিনের খেলা শেষ হওয়া পর্যন্ত ইংল্যান্ড ৩ উইকেটে ৫৩রান করে। ডেভিড মালান (২৬) ও নাইটওয়াচম্যান ক্রেগ ওভারটন (১)অপরাজিত রয়েছেন। ইংল্যান্ড ১৩৮ রানে পিছিয়ে আছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here