ওভালে তৃতীয় দিন ভারতের ব্যাটিংয়ে প্রত্যাঘাত

0
74

কবির হোসেন, স্পোর্টস ডেস্ক:

ওভাল টেস্টের তৃতীয় দিন ভারতীয় ব্যাটসম্যানদের নাম। অনেকদিন পর ভারতের প্রথম সারির ব্যাটসম্যানরা দাপটের সাথে ব্যাট করল শনিবার। রৌদ্রোজ্জ্বল ওভাল গ্রাউন্ড ছিল ভারতীয়ময় কে এল রাহুলের অনবদ্য ব্যাটিং রোহিত শর্মার শতরান ও দ্বিতীয় উইকেটে চেতেশ্বর পুজারার সঙ্গে বড় রানের জুটি, অধিনায়ক বিরাট কোহলি এবং ব্যাটিং অর্ডারে উপরে উঠে আসা রবীন্দ্র জাদেজা প্রত্যেকে উপভোগ্য ক্রিকেট উপহার দেন। ভারতের প্রথম ইনিংসে ইংল্যান্ড থেকে ১৭১ রানে এগিয়ে হাতে রয়েছে সাত উইকেটে।

IND vs ENG oval test

গতকালের বিনা উইকেটে ৪৩ রানের পর শনিবার খেলা প্রথম থেকেই রোহিত শর্মা ও কে এল রাহুল পার্টনারশিপ ভারতকে ম্যাচের ফেরায়। কে এল রাহুল ৪৬ রানে অভিজ্ঞ জেমস আন্ডার্সন বলে আউট হন। দ্বিতীয় উইকেট জুটিতে চেতেশ্বর পুজারা ও রোহিত শর্মা ১৫৩ রান যোগ করে। রোহিত শর্মা (১২৭) বিদেশে প্রথম ও টেস্ট কেরিয়ারে অষ্টম শতরান করেন। রোহিত তার ইনিংসে ২৫৪ বলে মুখোমুখি হয়ে ১৪টা চার ও একটি ছয় দিয়ে সাজানো ছিল। ওলী রোবিনসনের একবার ওভারে রোহিত ও চেতেশ্বর পুজারা (৬১)ফিরিয়ে দেন।

অধিনায়ক বিরাট কোহলি অনেকটাই স্বচ্ছন্দভাবে ব্যাট করেন যা ওভাল টেস্টে ভারতকে অনেকটা ভরসা যোগায় বাটিং পর্যায়ে উপরের দিকে উঠে আসার রবীন্দ্র জাদেজা অধিনায়ক বিরাট কে যোগ্য সহযোগিতা করেন। আম্পায়ার মন্দ আলোর জন্য খেলা নির্দিষ্ট সময়ের আগেই বন্ধ করে দেন।

আরও পড়ুনঃ প্যারালিম্পিক্সে আবারও পদক এল ভারতের ঘরে, ব্যাডমিন্টনে সোনা জিতলেন প্রমোদ

শেষ খবর পর্যন্ত ভারত ১৭১/৩ রানে এগিয়ে রয়েছে । ক্রিজে বিরাট কোহলি ২২ ও রবীন্দ্র জাদেজা ৯ রানে ব্যাট করছেন । ইংল্যান্ডের সফল বোলার ওলী রবিনসন দুটি ও জেমস অ্যান্ডারসন একটি উইকেট পান। ইংল্যান্ডের ব্যয়বহুল বোলার মইন আলী ১৫ ওভারে ৬৩ রান দিয়ে কোন উইকেট পান নি।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here