শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ
চলতি বছর ২০২০-এ করোনা থাবা বসিয়েছে সমস্ত আনন্দ অনুষ্ঠানেই। তাই লালকেল্লার মত রেড রোডে ঘণ্টাখানেকের বড়সড় অনুষ্ঠান নয়, হল মাত্র ২০-২৫ মিনিটের অনুষ্ঠান।
এদিন সকালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ট্যুইটের মাধ্যমে সকলকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানান।
Every year we observe 'Freedom At Midnight’ by hoisting the tricolour at the stroke of midnight. This year let’s do the same, but stay safe. Wear a mask and keep distance. Our great nation has overcome many challenges. This one too shall be overcome.
Jai Hind. Bande Mataram
— Mamata Banerjee (@MamataOfficial) August 14, 2020
করোনা কালে সবরকম সুরক্ষাবিধি এবং সামাজিক দুরত্ব মেনেই এদিনের অনুষ্ঠানের আয়োজন করে রাজ্য সরকার। শনিবার সকালে প্রথমে নেতাজির মূর্তি ও পুলিশ মেমোরিয়ালে পুষ্পার্ঘ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করেন মুখ্যমন্ত্রী।
Happy Independence Day to all my brothers and sisters. We salute all those who sacrificed their lives to make the dream of a ‘free nation’ come true. Our freedom was hard-earned, and we must do all it takes to preserve the basic principles on which this country was founded
— Mamata Banerjee (@MamataOfficial) August 15, 2020
এরপর পতাকা উত্তোলন করে ২৫ জন করোনা যোদ্ধাকে সম্মান জ্ঞাপন করেন তিনি।এদের মধ্যে যেমন রয়েছেন চিকিৎসক, পুলিশ, নার্স, সাফাইকর্মী। তেমনই রয়েছেন করোনাজয়ী একাধিক ব্যক্তি।
স্বাস্থ্যকর্মী থেকে সাফাইকর্মী, লড়াইয়ের একেবারে প্রথম সারিতে থাকা ২৫ জন কোভিড যোদ্ধাকে এদিন নিজের হাতে সংবর্ধনাও সরকারি সম্মাননা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
আরও পড়ুনঃ স্বাধীনতা দিবস উপলক্ষে প্রধানমন্ত্রীর বার্তা
এদিন স্বাধীনতা দিবসের কুচকাওয়াজে সর্বমোট চারটি ট্যাবলো ছিল। সেই সঙ্গে শান্তি ও সম্প্রীতির বার্তা দিতে জাতীয় পতাকা উত্তোলনের পাশাপাশি ওড়ানো হয় সাদা পায়রাও।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584