নিজস্ব সংবাদদাতা, দক্ষিণ দিনাজপুরঃ
১৬ই ডিসেম্বর বাংলাদেশের বিজয় দিবস উপলক্ষ্যে রবিবার ভারতের বিএসএফ এবং বাংলাদেশের বিজিবি জওয়ানদের মধ্যে সৌহার্দ্য বিনিময়ের চিত্র দেখা গেল দক্ষিণ দিনাজপুর জেলার ভারত-বাংলাদেশ হিলি সীমান্তে।এদিন ভারত-বাংলাদেশ হিলি সীমান্তে প্রহরারত ভারতের বিএসএফ এবং বাংলাদেশের বিজিবি জওয়ানরা একে অপরের সাথে সৌহার্দ্য বিনিময়ের পাশাপাশি মিষ্টি আদান প্রদানও করে।এদিনের এই সৌহার্দ্য বিনিময়ের এই অনুষ্ঠান উপলক্ষ্যে হিলি-র ভারত বাংলাদেশ সীমান্তে উপস্থিত ছিলেন ভারতের বিএসএফের হিলি বর্ডার আউটপোষ্টের অফিসিয়াল কোম্পানী কমান্ডার পরিদর্শক সম্পন্ন কুমার এবং বাংলাদেশ বিজিবি-র হিলি বর্ডার আউটপোস্টের কোম্পানী কমান্ডার সুবেদার একেএম গোলাম মুস্তাফা। এছাড়াও এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিল ভারতের বিএসএফ-এর ১৯৯নং ব্যাটালিয়ন এবং বাংলাদেশের বিজিবি-র ২০নং বিজিবি-র জওয়ানরা।
আরও পড়ুনঃ আক্রান্ত তৃণমূল বুথ সভাপতি,অভিযোগ বিজেপির বিরুদ্ধে
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584