শুভশ্রী মৈত্র, ওয়েব ডেস্কঃ
কোভিড টিকা করণে ১০০ কোটি ডোজ সম্পন্ন করার মাইলফলক পেরিয়ে বিশ্বের বৃহত্তম ‘ভ্যাকসিনেশন ড্রাইভ’ এর লক্ষ্য ছুঁল ভারত।
বুধবার রাতে কোউইন পোর্টালের তথ্য অনুযায়ী ৯৯.৭ কোটি ডোজ তখনই সম্পন্ন হয়ে গিয়েছিল। দেশের ৭৫ শতাংশ প্রাপ্ত বয়স্ক মানুষ পেয়েছেন প্রথম ডোজ ও ৩১ শতাংশ দুটি ডোজ পেয়ে গিয়েছেন বুধবার রাতে তথ্য অনুযায়ী।
Under PM Modi's leadership, Today India achieved mark of 100 crore vaccine doses administered. This day will be registered as the golden day in India's history. We've achieved this feat in 9 months only, hence I congratulate everyone: Union Health Minister Mansukh Mandaviya pic.twitter.com/JGGU1tryVw
— ANI (@ANI) October 21, 2021
সংবাদ সংস্থা পিটিআই সূত্রে জানা গিয়েছে, এদিন একটি অডিও-ভিসুয়াল ফিল্ম এবং কৈলাস খের-এর গাওয়া একটি গানের মাধ্যমে লালকেল্লায় উদযাপন করা হবে এই বিশেষ দিনটি। এদিন লালকেল্লায় উত্তোলন করা হবে বৃহত্তম জাতীয় পতাকা যার ওজন প্রায় ১,৪০০ কিলোগ্রাম।
बधाई हो भारत!
दूरदर्शी प्रधानमंत्री श्री @NarendraModi जी के समर्थ नेतृत्व का यह प्रतिफल है।#VaccineCentury pic.twitter.com/11HCWNpFan
— Dr Mansukh Mandaviya (@mansukhmandviya) October 21, 2021
#LargestVaccineDrive #VaccineCentury#WellDoneIndia on achieving a historic milestone of 100 crore #COVID vaccine doses. pic.twitter.com/0hUfbKzzYJ
— Ministry of Health (@MoHFW_INDIA) October 21, 2021
স্বাস্থ্য মন্ত্রক সূত্রে খবর, এই বিশেষ দিনটি সম্পর্কে নাগরিকদের অবগত করার জন্য লাউডস্পিকারে ঘোষণা চলবে ট্রেন, এরোপ্লেন এবং জাহাজেও। যেসমস্ত গ্রামগুলিতে ১০০ শতাংশ টিকাকরণ হয়ে গিয়েছে সেখানে পোস্টার ও ব্যানারের মাধ্যমে বিশেষ ভাবে অভিনন্দন জানানো হবে স্বাস্থ্যকর্মীদেরও, যাঁদের নিরন্তর প্রচেষ্টা ছাড়া এই সময়ের মধ্যে ১০০ কোটি ডোজ টিকা করণের লক্ষ্যে পৌঁছনো সম্ভব হত না। জাতীয় স্বাস্থ্য আধিকারিক আর এস শর্মা জানিয়েছেন দেশে প্রতি সেকেন্ডে ৭০০ টিকা দেওয়া হচ্ছে।
#WATCH Today India has 100 crore vaccinations as a 'Suraksha Kawach' against COVID19. This is achievement belongs to every Indian. I express my gratitude towards vaccine manufacturers, health workers and all others involved in this vaccination program: PM Modi pic.twitter.com/ZwPXSnDYic
— ANI (@ANI) October 21, 2021
১০০ কোটি কোভিড টিকাকরণের মাইলফলক ছুঁল ভারত, দেশবাসীকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584