নিজস্ব সংবাদদাতা, স্পোর্টস ডেস্কঃ
ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টেস্টের প্রথম ইনিংসে মাত্র ৭৮ রানে গুটিয়ে গেল ভারত। বুধবার লিডসে টেস্টের প্রথম দিনে অ্যান্ডারসন, রবিনসন ও ওভারটনদের সামনে অসহায় আত্মসমর্পণ করল বিরাট বাহিনী।
ইংল্যান্ডের হয়ে কিংবদন্তি বোলার জেমস অ্যান্ডারসন ও ক্রেইগ ওভারটন ৩ টি করে উইকেট দখল করেন। স্যাম কারান ও রবিনসন ২টি করে উইকেট দখল করেন।
টসে জিতে ভারতীয় ক্যাপ্টেন বিরাট কোহলি আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন। কিন্তু রোহিত শর্মা (১৯) ও অজিঙ্কা রাহানে (১৮) ছাড়া আর কেউ দু অঙ্কের রানে পৌঁছাতে পারেননি। শেষ খবর পাওয়া পর্যন্ত প্রথম ইনিংসে ইংল্যান্ডের স্কোর বিনা উইকেটে ১৮।
উল্লেখ্য, এর আগে ইংল্যান্ডের মাটিতে ১৯৭৪ সালে লর্ডসে ৪২ রানে, ১৯৫২ সালে ম্যানচেস্টারে ৪৮ রানে রানে অলআউট হয় ভারত।
নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584