মোহনা বিশ্বাস, ওয়েবডেস্কঃ
করোনা নিয়ে নিরপেক্ষ তদন্ত শুরু হতে চলেছে। যৌথভাবে উদ্যোগ নিল অস্ট্রেলিয়া এবং ইউরোপীয় ইউনিয়ন। তাদের সেই উদ্যোগকে সমর্থন জানিয়ে এক জোটে এই তদন্তে যোগ দিচ্ছে ভারত-সহ বিশ্বের ৬২টি দেশ। বিশ্ব জুড়ে করোনার সংক্রমণের পরই কোভিড-১৯-এর উৎস নিয়ে নানা প্রশ্ন উঠতে শুরু করে। আমেরিকা বারংবার এই মারণ ভাইরাসের সংক্রমণের জন্য চিনকে দায়ী করেছে।
শুধু তাই নয়, কী ভাবে এই সংক্রমণ ছড়াল, তা নিয়ে তদন্তের দাবিও তোলে তারা। সংক্রমণ রুখতে ব্যর্থ হু। এর পাশাপাশি করোনা ভাইরাস নিয়ে হু-র বিরুদ্ধে ভুল তথ্য দেওয়ার অভিযোগও তোলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। করোনাভাইরাস নিয়ে হু-র ভূমিকা কতটা নিরপেক্ষ ছিল, তা নিয়ে এ বার তদন্তের দাবি উঠল।
আরও পড়ুনঃ ১৯৩০-র মহামন্দার ধাক্কা সামলানো ১১৮ বছরের পুরানো কোম্পানি দেউলিয়া হওয়ার মুখে
কোভিড-১৯ বিষয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)-র প্রতিক্রিয়া নিয়েও নিরপেক্ষ তদন্তের আহ্বান জানানো হয়েছে। এই বিষয়ে একটি খসড়া প্রস্তাব তৈরি করা হয়েছে। সেখানে বলা হয়েছে, করোনা ভাইরাসের সঙ্কট নিয়ে নিরপেক্ষ, স্বাধীন এবং সবিস্তার তদন্ত হওয়া প্রয়োজন। প্রয়োজনে সদস্য দেশগুলোর সঙ্গে আলোচনা করে হু-কে দিশা ঠিক করার আহ্বান জানানো হয়েছে এই প্রস্তাবে।
বিশ্বে প্রথম করোনা সংক্রমণ ধরা পড়ে চিনের উহান শহরে। এরপরই সেখান থেকে বিশ্বের প্রায় একশ আশির বেশি দেশে ছড়িয়ে পড়ে সংক্রমণ। ইতিমধ্যেই এই ভাইরাসে সংক্রমিত হয়েছেন ৪৭ লক্ষ মানুষ। মৃত্যু হয়েছে ৩ লক্ষেরও বেশি মানুষের। মৃত্যুপুরীতে পরিণত হয়েছিল ইতালি। এখন সে দেশের বহু করোনা আক্রান্ত রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরে যাচ্ছেন। তবে এই মুহূর্তে সবচেয়ে ভয়ঙ্কর অবস্থা আমেরিকার। তারপরের স্থানেই রয়েছে রাশিয়া।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584