বিজ্ঞপ্তি জারি, শেষ পর্যন্ত স্থায়ী কমিশন পাচ্ছেন ভারতীয় মহিলা সেনানীরা

0
68

ওয়েব ডেস্ক, নিউজ ফ্রন্ট:

ছবি সৌজন্যে: দ্যা হিন্দু

ভারতীয় সেনাবাহিনীর মহিলা কর্মীদের প্রতিটি বিভাগে স্থায়ী কমিশন গঠনের চিঠি দিয়ে অনুমতি দিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক।

গত মার্চ মাসে কেন্দ্রের আপত্তি উড়িয়ে সেনাবাহিনীর মত নৌবাহিনীতেও মহিলাদের স্থায়ী কমিশনড পদে নিয়োগের নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। সঙ্গে তিন মাসের মধ্যে তা কার্যকর করার নির্দেশ দেয় শীর্ষ আদালত।

মাসখানেক আগে সেনাবাহিনীতে মহিলা অফিসারদের স্থায়ীভাবে নিয়োগ করা নিয়ে কড়া নির্দেশ দেয়  শীর্ষ আদালত।  সেই কড়া নির্দেশের পরিপ্রেক্ষিতেই বুধবার কেন্দ্রীয় সরকার সেনাবাহিনীর দশটি বিভাগেই স্থায়ী কমিশন দেওয়ার বিজ্ঞপ্তি জারি করে। অর্থাৎ কেন্দ্রের বিজ্ঞপ্তি অনুযায়ী আর্মি এয়ার ডিফেন্স, সিগন্যাল, ইঞ্জিনিয়ারিং, আর্মি এভিয়েশন, ইলেকট্রনিক্স, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, আর্মি সার্ভিস কর্পস, ইন্টিলিজেন্ট কর্পস ও আর্মি অর্ডিন্যান্স কর্পসে স্থায়ী কমিশন পাবেন মহিলা কর্মীরা।

আরও পড়ুন:কেন্দ্রের আপত্তি উড়িয়ে নৌবাহিনীতে মহিলাদের স্থায়ী কমিশন দেওয়ার নির্দেশ সুপ্রিম কোর্টের

উল্লেখ্য ভারতীয় বাহিনী ও চিকিৎসা ক্ষেত্র বাদ দিয়ে অন্যান্য পদে মহিলা নিয়োগ শুরু হয় ১৯৯২ সালে। কিন্তু আজ অবধি স্থায়ী কমিশনড অফিসার পদে অর্থাৎ কুড়ি বছর কাজ করার সুযোগ পাননি তারা। তারা ১৪ বছর কাজ করার সুযোগ পেয়েছিলেন শুধুমাত্র। ছিলনা পদোন্নতি বা পেনশন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here