নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ
রাশিয়ার তৈরি টিকা স্পুটনিক V কে করোনার তৃতীয় ভ্যাকসিন হিসেবে ছাড়পত্র দিলো ভারত। এবার থেকে ভারতে কোভিশিল্ড, কোভ্যাক্সিন ছাড়া স্পুটনিক V-ও দেওয়া হবে করোনা টিকা হিসেবে। রাশিয়ার এই টিকা বিশ্বের ৫৯টি দেশে ব্যবহার করা হচ্ছে এবং এটি ৯১.৬ শতাংশ কার্যকর বলে জানা গিয়েছে। স্পুটনিক V’কে ছাড়পত্র দেওয়ার ফলে টিকার চাহিদা এবং যোগানের সমস্যা অনেকটাই কমবে বলে মনে করা হচ্ছে।
রাশিয়ার তৈরি স্পুটনিক V প্রথম আবিষ্কৃত করোনা টিকা বলেই ঘোষণা করেছিল তারা। ভারত এই টিকাকে ছাড়পত্র দিলেও কবে থেকে এই টিকা পাওয়া যাবে সে বিষয়ে এখনো কিছু জানা যায়নি। টিকা তৈরি করছে চীনও, তবে ওই টিকা নেওয়ার পরে অনেকের মৃত্যু হয়েছে বলেও অভিযোগ।
আরও পড়ুনঃ দুসপ্তাহ পরে ফের রাফাল মামলার শুনানি সুপ্রীম কোর্টে
এখন টিকা তৈরিতে সারা পৃথিবীতে ভারতের ভূমিকা উল্লেখযোগ্য। বিশ্বের টিকার অনেকটাই এখন তৈরি হয় ভারতে, সেই পরিকাঠামো ব্যবহার করে যদি রাশিয়ার টিকা ভারতে উৎপাদন করা যায় তাহলে সেক্ষেত্রে অনেক কম সময়ে বাজারে আসতে পারে স্পুটনিক V, এমনটা মনে করছেন অনেকেই।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584