নিজস্ব প্রতিবেদন,নিউজ ফ্রন্ট:
ট্রেন্টব্রিজ টেস্টে চালকের আসনে ভারত। পঞ্চম দিনে জয়ের জন্য প্রয়োজন মাত্র আর ১৫৭ রান, হাতে ৯ উইকেট।শনিবার বিনা উইকেটে ২৫ রানের পর খেলা শুরুর পর ওপেনার বার্নস ও ক্রোওলিকে তাড়াতাড়ি হারিয়ে চাপে পড়ে যায় ইংল্যান্ড। এমতাবস্থায় দলের হাল ধরেন অধিনায়ক জো রুট ও সিবলী (২৮)। তাঁরা তৃতীয় উইকেটের পার্টনারশিপে ৮৯ রান যোগ করে কিছুটা স্বস্তি দেয় ইংল্যান্ড শিবিরকে। এদিন অধিনায়ক জো রুট তার একুশ তম শতরানটি করেন। বেয়ারস্টো ৩০ ও সাম কারান ৩২ রান করেন। শেষ পর্যন্ত ইংলিশ মিডল অর্ডার ব্যাটসম্যানদের ব্যর্থতার জন্য ইংল্যান্ড ৩০৩ রানে অলআউট হয়ে যায় ।ভারতের হয়ে জস্প্রীত বুমরাহ পাঁচটিি, মোহাম্মদ সিরাজ ও শার্দুল ঠাকুর দুটি করে উইকেট পান ।জয়ের জন্য ২০৯ রানের লক্ষমাত্রা তাড়া করতে নেমে দিনের শেষে ভারত এক উইকেটে ৫২ রান করে। কে এল রাহুল ২৬ রানে ফিরে যায়। শেষ দিন জয়ের জন্য প্রয়োজন আর মাত্র ১৫৭ রান, হাতে আছে ৯ উইকেট।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584