নিজস্ব সংবাদদাতা, স্পোর্টস ডেস্কঃ
করোনা পরবর্তী ক্রিকেটে অবশেষে নামতে চলেছে টিম ইন্ডিয়া। আইপিএলের পরেই অস্ট্রেলিয়াতে তিন মাসের সিরিজ খেলতে যাচ্ছে বিরাট কোহলিরা। ডনের দেশে করোনা পরিস্তিতি জন্য সিরিজে সূচি তৈরির অসুবিধা ছিল। তবে অস্ট্রেলিয়াতে করোনা পরিস্তিতির উন্নতি হওয়াতে সিরিজের সূচি প্রকাশ পেল অজিদের তিনটি ওয়ান-ডে, তিনটি টি-২০ এবং চারটি টেস্ট খেলবে ভারত।
বুধবার সরকারিভাবে দু’মাসেরও বেশি সময় ধরে হতে চলা ওই সিরিজের ক্রীড়াসূচি ঘোষণা করল ক্রিকেট অস্ট্রেলিয়া।
আরও পড়ুনঃ অনাস্থা ভোটের আগেই পদত্যাগ করলেন বার্সা সভাপতি
পূর্ণাঙ্গ ওই সফর শুরু হচ্ছে ওয়ান-ডে সিরিজ দিয়ে। প্রথম ওয়ান-ডে ২৭ নভেম্বর।দ্বিতীয় ওয়ানডে ২৯ নভেম্বর সিডনিতে। শেষ ওয়ান-ডে হবে মানুকা ওভালে ১ ডিসেম্বর। তিনটি ওয়ান-ডে’র পর অজিদের বিরুদ্ধে ৩টে টি-২০ খেলবে ভারত।
টি-২০ সিরিজ শুরু হচ্ছে ৪ ডিসেম্বর। দ্বিতীয় ও তৃতীয় টি-২০ খেলা হবে ৬ এবং ৮ ডিসেম্বর। সূচি অনুযায়ী, আগামী ১৭ ডিসেম্বর অ্যাডিলেড ওভালে দিনরাতের টেস্ট দিয়ে শুরু হবে দু’দেশের মধ্যেকার টেস্ট সিরিজ। এই প্রথম বিদেশের মাটিতে গোলাপি টেস্ট খেলবে ভারত।
২৬ ডিসেম্বর যথারীতি বক্সিং-ডে টেস্ট শুরু হবে মেলবোর্নে সেখানে গত কয়েক দিনে কেউ করোনা আক্রান্ত না হওয়াতে কিছু দর্শক রাখা হতে পারে। তৃতীয় টেস্ট সিডনি(৭ জানুয়ারি) এবং শেষ টেস্ট ব্রিসবনে (১৫ জানুয়ারি)।এই সিরিজ শেষ করে উঠেই ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে নামবে টিম ইন্ডিয়া।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584