অঞ্জন চট্টোপাধ্যায়, স্পোর্টস ডেস্কঃ
সিডনি টেস্ট স্মরণীয় করে রাখল টিম ইন্ডিয়া। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পঞ্চম দিনে, প্রায় হারা ম্যাচ ড্র করলো ভারত। সৌজন্যে ঋষভ ও পন্থ ও হনুমা বিহারি। প্রায় চার ঘন্টা ক্রিজে থেকে ১৬১ বল খেলে ২৩ রান করেন হনুমা। নাস্তানাবুদ অজি বোলিং।
শেষ দিনে ৮ উইকেটের পুঁজি নিয়ে ভারতের জয়ের জন্য ৩০৯ রানের প্রয়োজন ছিল। সেখানেই ঋষভ পন্থ ৯৭ রানের ঝেড়ো ইনিংস খেলে ম্যাচ জয়ের আশা তৈরি করেন। ৭৭ রান হাঁকিয়ে তাঁকে যোগ্য সংগত দেন পূজারা। কিন্তু পঞ্চম দিন চা পান বিরতি যাওয়ার আগে পন্থ-পূজারা সাজঘরে ফিরে গেলে ৫ উইকেটের পুঁজি নিয়ে ভারতের লড়াই কঠিন হয়।
আবার হ্যামস্ট্রিংয়ের চোটে পর হনুমা। রবীন্দ্র জাদেজার আঙুল ভাঙায় তাঁকে ব্যাট করতে পাঠানো হয় নি। সেখান থেকেই অশ্বিনকে সঙ্গে নিয়ে ইনিংসের হাল ধরেন হনুমা।
আরও পড়ুনঃ সিডনিতে বর্ন বিদ্বেষ শিকার বুমরাহ ও সিরাজ
ষষ্ঠ উইকেটে দুজনে ৫৯ বল খেলে ৬২ রানের পার্টনারশিপ গড়েন। এই পার্টনারশিপে ভর করেই দিনের শেষে সিডনি টেস্ট ড্র করল ভারত। ফলে তিন ম্যাচ শেষে সিরিজের ফল ১-১। ফলে গাব্বা টেস্ট যে জিতবে তারাই সিরিজ পকেটে পুড়বে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584